অনলাইন

রংপুর ডেইরির নতুন ব্র্যান্ড 'অরা'

স্টাফ রিপোর্টার

২০২১-০৯-২৭

বাজারে নতুন ব্র্যান্ড এনেছে দেশের জনপ্রিয় দুগ্ধজাতপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লি: (আরডি)। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জমকালো ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে কোম্পানিটির নতুন কিছু পণ্য ও নতুন ব্র্যান্ড ‘অরা’-এর যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লি:- এর ব্যবস্থাপনা পরিচালক এম. এ কবির বলেন, উত্তরাঞ্চলে রংপুর ডেইরীর কারখানা স্থাপন করে আমরা প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখে চলেছি। দেশের চাহিদা মিটিয়ে আরডি পণ্য বর্তমানে দুবাই, কাতার, ইন্ডিয়া, ভুটান ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আমাদের নতুন সংযোজিত পণ্য এবং নতুন ব্র্যান্ডের কিছু পণ্য বাজারজাত করে (ট্রায়াল ব্যাসিসে) ভালো সাড়া পেয়েছি। নতুন পণ্য এবং নতুন  ব্র্যান্ড উন্মোচন করে দুগ্ধশিল্প  সম্প্রসারণে এবং দেশের জনগনের পুষ্টির যোগান দানে রংপুর ডেইরি বদ্ধ পরিকর। অনুষ্ঠানে রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লি: এর পরিচালক জনাব ফাহিম কবিরসহ কোম্পানিটির উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরডি নতুন যেসব পণ্য বাজারে এনেছে সেগুলো হলো- আরডি ইউএইচটি কফি মিল্ক, আরডি ইউএইচটি বানানা মিল্ক, আরডি ম্যাংগো ফ্রুট ড্রিংকস, আরডি অরেঞ্জ ফ্রুট ড্রিংকস, আরডি লিচি ফ্রুট ড্রিংকস, আরডি কার্বোনেটেড বেভারেজ। অন্যদিকে নতুন ব্র্যান্ড ‘অরা’ (AORA) যে পণ্যগুলো বাজারে এনেছে তা হলো- অরা ইউএইচটি ফ্রেশ মিল্ক, অরা ইউএইচটি ম্যাংগো মিল্ক, অরা ইউএইচ টি চকোলেট মিল্ক, অরা ইউএইচ টি বানানা মিল্ক, অরা ইউএইচটি স্ট্রবেরী মিল্ক, অরা ইউএইচটি কফি মিল্ক, অরা ম্যাংগো ফ্রুট ড্রিংকস, অরা অরেঞ্জ ফ্রুট ড্রিংকস, অরা লিচি ফ্রুট ড্রিংকস্।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status