অনলাইন

কুষ্টিয়ায় দুই শিক্ষার্থী করোনা আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি

২০২১-০৯-২৮

কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতা বাড়িয়েছেন। গত ২৫ ও ২৬শে সেপ্টেম্বর বিদ্যালয়ের দু’জন শিক্ষার্থী করোনা শনাক্ত হয়েছে এমন খবরে সোমবার বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজিরুল হাসান জানান, দু’জন শিক্ষার্থী করোনা পজিটিভ হওয়ার সংবাদে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে করোনা আক্রান্ত শিক্ষার্থী ২ জন সুস্থ আছে বলে তিনি উল্লেখ করেন।
খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক বলেন, দুইজন শিক্ষার্থী করোনা পজিটিভ সংবাদ জানার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষার্থী দুইজন সুস্থ ও হোম আইসোলেশনে আছে। বিদ্যালয় বন্ধ করা হবে কিনা পরবর্তী পরিস্থিতির ওপর সিদ্ধান্ত নেওয়া হবে।
এবিষয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, গত ৪ দিনে চারজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। শুনেছি এদের মধ্যে দু'জন শিক্ষার্থী রয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status