কলকাতা কথকতা

কলকাতা কথকতা

রাতভর তল্লাশি ভবানীপুরে, পুলিশের রিপোর্ট নির্বাচন কমিশনকে

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২০২১-০৯-২৮

সোমবার সারারাত ধরে তল্লাশি চলল ভবানীপুর কেন্দ্রে। রাত ১২টায় পুলিশের অপারেশন শুরু হয় আচার্য জগদীশ চন্দ্র বসু ফ্লাইওভারের নিচ থেকে। শেষ হয় মঙ্গলবার ভোরে কালীঘাট মন্দির চত্বরে। এই তল্লাশিতে পুলিশ কিছু আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধার করেছে। সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে প্রচারের শেষ দিনে যদু বাবুর বাজার এলাকায় আক্রান্ত হন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও অর্জুন সিং। এমনকি দিলীপ ঘোষের দেহরক্ষীকে সার্ভিস রিভলবর পর্যন্ত বের করতে হয়। ক্ষুব্ধ বিজেপি নেতারা এরপর কমিশনে নালিশ জানান। কমিশন পুলিশের কাছে রিপোর্ট চায়। পুলিশ কমিশনকে রিপোর্ট দিয়েছে যে, আগাম অনুমতি ছাড়াই বিজেপি নেতারা বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালানোর চেষ্টা করাতেই এই বিপত্তি। রিপোর্ট দিলেও রাতে পুলিশ তাদের অভিযান চালায়। ভবানীপুরের উপনির্বাচন উপলক্ষে আজ থেকে কেন্দ্রীয় বাহিনী টহল দেবে এলাকায়। মোতায়েন করা হচ্ছে বিশেষ পুলিশ টিম।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status