বাংলারজমিন
শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
২০২১-০৯-২৯
শরণখোলায় পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে পশ্চিম রাজৈর এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, শিশুটি খেলতে খেলতে সবার অগোচরে বাইরে চলে যায়। এ সময় সে ঘরের পাশে থাকা পুকুরে পড়ে যায়।
শিশু নুর মোহম্মদের মা তাকে দেখতে না পেয়ে লোকজন নিয়ে পুকুরে খোঁজাখুঁজি করেন। পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।এ বিষয়ে শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, পানিতে ডুবে নূর মোহাম্মদ নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শিশু নুর মোহম্মদের মা তাকে দেখতে না পেয়ে লোকজন নিয়ে পুকুরে খোঁজাখুঁজি করেন। পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।এ বিষয়ে শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, পানিতে ডুবে নূর মোহাম্মদ নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।