বাংলারজমিন
আটোয়ারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
২০২১-০৯-২৯
‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান। উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ও স্লোগানের ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, উপজেলা কৃষি অফিসার মোছা. নুরজাহান খাতুন, উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মো. ছাইফুল আলম, উপজেলা জনস্বাস্থ্য অফিসার হৃষিকেশ রায় প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে তথ্য অধিকারের নিয়মাবলী বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।