× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সার, বীজ ও কীটনাশকের দাম কমানোসহ ৪ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার

সার, বীজ ও কীটনাশকের দাম কমানোসহ ৪ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর কাচারি বাজারে মানববন্ধন সমাবেশে বক্তারা সয়াবিন তেল, চিনি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সার, বীজ ও কীটনাশকের দাম কমানো, দোকানগুলোতে সার, বীজ, কীটনাশকের মূল্য তালিকা টাঙানো এবং ইউনিয়ন পর্যায়ে রেশন কার্ড চালুর দাবি জানান। বাংলাদেশ কৃষক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সহ-সভাপতি নিপেন্দ্র নাথ রায়, সদস্য সাজেদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, করোনাকালীন সময়ে দেশের সব কার্যক্রমে যখন স্থবিরতা নেমে এসেছিল তখন দেশের কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে কৃষি উৎপাদন চালিয়ে গেছে। ফলে বিশ্বের অন্য দেশের মতো অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে হয়নি, দেশের মানুষ তিন বেলা খাবার খেতে পেরেছেন। কিন্তু সরকার কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করছে না। সেইসঙ্গে সার, বীজ ও কীটনাশকের দাম বেড়েই চলেছে। যা সামনে ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর