× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ফ্রন্টলাইনারদের অবদান অতুলনীয়’

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘করোনা মহামারি পরিস্থিতি দেশের সামগ্রিক কার্যক্রমে স্থবিরতা ডেকে এনেছিল। তখন জীবনের ঝুঁকি নিয়ে দেশের নাগরিকদের সেবা দিয়েছেন চিকিৎসক, নার্স, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদকর্মী ও স্বেচ্ছাসেবকরা। তাদের অবদান অতুলনীয়। এ ফ্রন্টলাইনারদের সম্মাননা দিয়ে উৎসাহিত করছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’ তিনি নগরভবনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত কোভিড ফ্রন্টলাইনার সম্মাননা অনুষ্ঠানে এ সব কথা বলেন। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। ভবিষ্যতে আরও বেশ কয়েকজন ফ্রন্টলাইনারকে এ সম্মাননা দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন- সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু বক্কর, সদস্য মামুন হাসান, আব্দুল বাতিন ফয়সল, সংকর দাশ, মাহমুদ হোসেন প্রমুখ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর