× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

তুমি মোর জীবনের সাধনা

সেরা চিঠি


৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
প্রতীকী ছবি

ওগো প্রিয়া,
সত্যিই তুমি আমার জীবনের সাধনা। আর সাধনা করেই তোমাকে কাছে পেয়েছি। আজ দীর্ঘ ছাব্বিশটি বছর তোমার শ্বাসে শ্বাস নিচ্ছি। তোমার আদর সোহাগে এগিয়ে চলছি। তুমি আমাকে পূর্ণতা দিয়েছো সবদিক দিয়ে। দিয়েছো, পাহাড় সমান ভালোবাসা। দিয়েছো, তিনটি হৃৎপি-। যাদের ছোঁয়ায় আমি সম্বিত ফিরে পাই।
যাদের গন্ধে আমি আমার জন্মদাতা পিতা ও গর্ভধারিণী মাকে খুঁজে পাই। আমার চলার পথের প্রতিটি সেকেন্ড তুমি হিসাবের খাতায় জমা রেখেছো। যে কারণে প্রতিটি সেকেন্ডই আমি অনুভব করি সুন্দর পৃথিবীকে। তারপরও দেখ আমি কতো স্বার্থপর? বদমেজাজি বলে তোমাকে দীর্ঘ এ সময়েও দিতে পারিনি সুখের স্পর্শ। যন্ত্রণা আর কষ্ট বুকে চেপেই তুমি এগিয়ে যাচ্ছো।
মাঝে মাঝে ভাবনা আসে, মানুষ এমনও হয়? পাথর ছুড়ে মারলেও ফিরে আসে ভালোবাসা হয়ে। তীর ছুড়ে মারলেও কলিজাটা খুলে তীরে গেঁথে দাও। এত শক্তি পাও কোথা থেকে? জানি বাকি জীবনটাও এভাবে কাটিয়ে দেবে। আর আমি নিজেকে পরিবর্তন করতে গিয়েও হেরে যাই। পারি না।

ইতি
তোমার কষ্টের বাহক
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Kakoly
১১ মার্চ ২০২২, শুক্রবার, ৯:৫৯

অনেক সুন্দর হইছে। পত্রখানা পরে আমি আমার বউকে খুঁজে পাই। আপনার বউ আর আমার বউ কাকলি সেইম।

অন্যান্য খবর