× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জাপান ভ্রমণকারী প্রথম বাঙালি নারী হরিপ্রভা তাকেদাকে নিয়ে এলিজার তথ্যচিত্র

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার
১৩ অক্টোবর ২০২১, বুধবার

প্রায় ১০৮ বছর আগে ঢাকার হরিপ্রভা তাকেদা জাপানি নাগরিক উইমন তাকেদাকে বিয়ে করে জাপান ভ্রমণে যান। সেখান থেকে ফিরে এসে সেই ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে রচনা করেন ‘বঙ্গ মহিলার জাপান যাত্রা’। বইটি প্রকাশ হয় ১৯১৫ সালে। মনে করা হয় বাংলা ভাষায় রচিত জাপান সম্পর্কে এটিই প্রথম বই। ‘বঙ্গ মহিলার জাপান যাত্রা’ সেই সময়ের জাপানের আর্থ- সামাজিক প্রেক্ষাপটের এক অনন্য দলিল। সেই অসামান্য দলিল নিয়েই নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘অ্যান আনসাং ট্রাভেলার অফ বেঙ্গল’।
ঢাকার আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে ৯ই অক্টোবর, শনিবার ট্রাভেল ডকুমেন্টারি হরিপ্রভা তাকেদার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়ে গেল। ‘কোয়েস্ট-আ হেরিটেজ জার্নি অফ বাংলাদেশ’-এর ব্যানারে নির্মিত এ তথ্যচিত্রে হরিপ্রভা তাকেদার জীবনীর প্রতি আলোকপাত করা হয়েছে।

২৬ মিনিটের তথ্যচিত্রের এই প্রিমিয়ার শো’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বিশেষ অতিথি ছিলেন- ইতিহাসবিদ ও লেখক  ড. মুনতাসির মামুন এবং  লেখক-গবেষক, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি সদস্য মফিদুল হক।
প্রিমিয়ার শো’তে আরও উপস্থিত ছিলেন- দীপ্ত টিভি’র সিইও ফুয়াদ চৌধুরী, স্থপতি শামীম আমিনুর রহমান, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ফারুক মইনউদ্দিন, নির্মাতা তানভীর মোকাম্মেলসহ সমাজের আরও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক সেতু-বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরার জন্য এলিজা বিনতে এলাহীকে সাধুবাদ জানান।
হরিপ্রভা তাকেদার উপর নির্মিত এই তথ্যচিত্রের প্রযোজক  হেরিটেজ ট্রাভেলার এলিজা বিনতে এলাহী। এই ডকুমেন্টারির কনসেপ্ট, স্ক্রিপ্ট ও গবেষণার কাজটিও তিনি করেছেন। ডকুমেন্টারি নির্মাণ করেছেন রশিদ বারিকদার। ২০২০ সালে এলিজা বিনতে এলাহী নির্মাণ করেছিলেন আরও দু’টি তথ্যচিত্র; একটি ঢাকার প্রথম আকাশচারী জিনেট ভান তাসেলকে নিয়ে ‘ইন সার্চ অফ জিনেট ভান তাসেল’ অন্যটি ‘আওয়ার রোড টু ফ্রিডম’- যা বাংলাদেশে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানগুলো নিয়ে নির্মিত।
এই ট্রাভেল ডকুমেন্টারির উপর ভিডিও বার্তায় জাপান থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাপান প্রাবাসী লেখক, গবেষক মঞ্জুরুল হক, জাপানের লেখক ও গবেষক কাজুহিরো ওয়াতানাবে ও জাপানি সাংবাদিক তামামি কাওয়াকামি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর