× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মালেতে টিকিট নিয়ে হাহাকার

খেলা

স্পোর্টস রিপোর্টার, মালে (মালদ্বীপ) থেকে
১৩ অক্টোবর ২০২১, বুধবার

বাংলাদেশ-নেপাল ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে মালদ্বীপের রাশমি ধান্দু স্টেডিয়ামের কাউন্টারে। গতকাল সকাল থেকেই সেখানে প্রবাসী বাংলাদেশিদের ভিড়। সবাই অপেক্ষায় বাংলাদেশ-নেপাল ম্যাচের টিকিটের জন্য। কেউ পেয়ে তৃপ্তির হাসি দিচ্ছেন আবার কেউ আছেন অপেক্ষায়। অনেকে আবার উৎকণ্ঠায় শেষ পর্যন্ত টিকিট মিলবে তো! মালদ্বীপ ম্যাচে কাঙ্খিত টিকিট পাননি প্রবাসী বাংলাদেশিরা। যারা পেয়েছেন তাদের মধ্যে অনেকেই প্রিয় দলকে সমর্থন যোগাতে স্টেডিয়ামে ঢুকতে পারেননি। নেপাল ম্যাচের আগেও টিকিট নিয়ে হাহাকার দেখা দিয়েছে। শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলে ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বাংলাদেশ।
এই ম্যাচে গ্যালারি থেকে জামাল ভূঁইয়াদের উজ্জীবিত করতে চান সমর্থকরা। সংবাদ সম্মেলনে প্রবাসীদের মাঠে এসে দলকে উৎসাহ দেয়ার অনুরোধও করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া। মালদ্বীপ ম্যাচে বাংলাদেশিদের জন্য বরাদ্দ ছিল মাত্র ২৫০ টিকিট। নেপালের বিপক্ষে লীগ পর্বের শেষ ম্যাচে অবশ্য বাংলাদেশিদের জন্য টিকিট বরাদ্দ বেড়েছে। বাংলাদেশিরা গ্যালারির আসন সংখ্যার অর্ধেক টিকিট পাবেন। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুসাইন জাওয়াজ বলেন, ‘আমরা নেপাল-বাংলাদেশ ম্যাচে ৫ হাজার টিকিট বিক্রি করবো। এই ৫ হাজারের মধ্যে দুই দেশ সমান পঞ্চাশ ভাগ পাবে।’ ফলে বাংলাদেশ নেপাল ম্যাচে আড়াই হাজার টিকিট পাবেন প্রবাসী বাংলাদেশি ফুটবল সমর্থকরা। মাত্র আড়াই হাজার টিকিট প্রবাসী বাংলাদেশের জন্য যথেষ্ট না। স্টেডিয়ামের গ্যালারিতে আসন সংখ্যা ৯ হাজার। করোনা পরিস্থিতির জন্য সেটা কমানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশ-নেপাল ম্যাচে পাঁচ হাজারের মতো টিকিট বিক্রি করবে ফেডারেশন। এক টিকিট দিয়ে একটি ম্যাচ দেখা যায়। বাংলাদেশ-নেপালের পরে অনুষ্ঠিত হবে মালদ্বীপ ও ভারত ম্যাচ।
ওই ম্যাচে আবোর স্টেডিয়ামের গ্যালারি ভরবে মালদ্বীপ। যেমনটা করেছিলো বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচে। এই ম্যাচেও পুরো ৯ হাজার টিকিট বিক্রি করছে তারা। একই টুর্নামেন্টে আয়োজকদের এমন দ্বৈত নীতিতে ক্ষুব্ধ প্রবাসী ফুটবল সমর্থকরা। যদিও এনিয়ে কোনো মন্তব্য করতে চাননি সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি জানিয়েছেন টিকিটের বিষয়টি একান্তই আয়োজকদের বিষয়। তারা কতো টিকিট ছাড়বে, কতো টিকিট ছাড়বে না এই সিদ্ধান্ত তারাই নিবে। এখানে সাফ হস্তক্ষেপ করতে পারে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর