× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ছন্দে থেকেও ক্যারিবীয়দের ভাবনায় নেই নারিন

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২১, বুধবার

আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে দারুণ ছন্দে আছেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্সের জয়ে রাখছেন অবদান। ক’দিন পর একই কন্ডিশনে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ফর্মের তুঙ্গে থাকার পরও নারিনকে নিয়ে কোনো ভাবনা নেই ওয়েস্ট ইন্ডিজের। স্কোয়াডে জায়গা পাওয়া ১৫ জনকে নিয়েই চিন্তা অধিনায়ক কাইরন পোলার্ডের।
আইপিএলে গত সোমবার শারজায় এলিমিনিটের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। সে ম্যাচে ৪ ওভারে ৪ উইকেট নিয়ে ব্যাঙ্গালোরকে একাই ধসিয়ে দেন নারিন। দলকে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে দেন। কেকেআরের ৮ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তন করা যাবে। ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে নারিনকে নিয়ে পোলার্ড বলেন, ‘নারিনকে না রাখার বিষয়ে এরই মধ্যে ব্যাখ্যা দেয়া হয়েছে। এখন আমি যদি আরও কিছু বলি, তাহলে হয়তো সব ছড়িয়ে যাবে। আমি কথা বললে হয়তো পুরোপুরি ভিন্ন কোনো দিকে চলে যাবে বিষয়টি। আমরা এখন যে ১৫ জন আছি, তাদের দিকেই মনোযোগ দেয়া হোক। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’
পোলার্ড বলেন, ‘আমি এসব নিয়ে আর মন্তব্য করতে চাই না। এই ইস্যুতে যথেষ্ট আলোচনা হয়েছে। আমার মনে হয় কর্তারা দলে তার না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে বলেন আমি তাকে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের আগে প্রথমে বন্ধু হিসেবে চিনি। আমরা একসঙ্গে ক্রিকেট খেলে বড় হয়েছি। সে একজন বিশ্বমানের ক্রিকেটার।’
গত সেপ্টেম্বরে বিশ্বকাপের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। নারিনকে দলে না রাখার ব্যাপারে পোলার্ড বলেছিলেন, ‘এখনও জাতীয় দলে খেলার জন্য পুরোপুরি তৈরি না নারিন।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর