× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সিনেমা থেকে নাটকে ব্যস্ত মৌ

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার

চলচ্চিত্র দিয়েই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মৌমিতা মৌ। কাজ করেছেন বেশকিছু ছবিতে। এরমধ্যে ২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘তোমার আছি তোমারই থাকবো’- চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মৌ। এরপরে রাজু চৌধুরী পরিচালিত ‘তুই শুধু আমার’ সিনেমায় অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক। সর্বশেষ মৌ অভিনীত ‘অন্ধকার জগৎ’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘রাগী’, ‘দরদ’, ‘রক্তাক্ত সুলতানা’, ‘বর্ডার’ ইত্যাদি সিনেমা। তবে গত কয়েক মাস ধরেই বড়পর্দা থেকে ছোট পর্দায় মনোযোগী হয়েছেন মৌমিতা মৌ।
এই সময়ে তিনি কাজ করেছেন বেশকিছু নাটকে। এসব নাটকের মাধ্যমে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি কাজ শেষ করেছেন ‘মুখোমুখি’, ‘নাটাই ঘুড়ি’, ‘এক রাতের গল্প’সহ বেশকিছু নাটকে। চলচ্চিত্র থেকে নাটকের ব্যস্ততা প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, সত্যি বলতে আমি ভালো কাজ করতে চাই। সেটা নাটক, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন যে শাখাতেই হোক। আমি গতানুগতিক চলচ্চিত্র আর করবো না। যদি মনের মতো গল্প, চরিত্র ও পরিচালক পাই তবেই সিনেমায় কাজ করা হবে। আপাতত নাটকেই আমি কমফোর্টেবল। এখানে কাজ করে ভালো লাগছে। সামনে আরও বেশকিছু নাটকের কাজ রয়েছে। সেগুলোর শুটিং নিয়েই ব্যস্ত থাকতে হবে।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর