বাংলারজমিন

নিজেই ঘটক, নিজেই বর, প্রতারণার টাকায় গরুর খামার

সাবেক রাবি ছাত্রের কাণ্ড!

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২০২১-১০-১৪

এম ওয়াদুদ জিয়া ওরফে জুয়েল (৩০)। বাসা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। উদ্যোক্তা হতে অভিনব প্রতারণার ফাঁদ তৈরি করেন। খোলেন একাধিক ফেসবুক আইডি। ম্যাসেঞ্জারে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে প্রলোভনে হাতিয়ে নিয়েছেন প্রায় সাড়ে ৭ লাখ টাকা। কখনো বর, কখনো ঘটক আবার কখনো বরের বোন পরিচয়ে সম্পর্ক করেন মেয়ের সঙ্গে। অবশেষে প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, তরুণীর প্রেমিকের ফেসবুক আইডি হ্যাক করে পরিচয় হয় ওই যুবকের। প্রথমে আমিনুল ইসলাম নামে আইডি খুললেও পরে আরও বিভিন্ন নামে আইডি খোলে সে। প্রেমের কথাবার্তার ফাঁকে বিয়ের প্রলোভনে টাকা চায় এবং হাতিয়ে নেয় কয়েক লাখ টাকা। ল্যাপটপ হারানো, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা বলে কয়েক দফায় টাকা নেয়। পরে মেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হলে অন্য আইডি থেকে পূর্বের আইডির আমিনুলের মৃত্যুর নাটকও সাজায় সে।
আরএমপি কমিশনার বলেন, এভাবে প্রায় সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয় জুয়েল। এ টাকা দিয়ে জমি ক্রয় এবং গরুর খামার গড়ে তোলে সে। ভুক্তভোগী তরুণী প্রতারিত হয়ে মামলা দায়ের করলে প্রযুক্তির মাধ্যমে তাকে ধরতে চেষ্টা চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করা হলে জুয়েল নিজেই এসব কথা স্বীকার করে। তার নয়টি ভুয়া ফেসবুক আইডি ছিল। এসব আইডি ব্যবহার করে বর, ঘটক, বরের বোন পরিচয়ে হাতিয়ে নিয়েছিল টাকা। গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে আবু কালাম সিদ্দিক।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status