× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ভারতকে হারানোর সামর্থ্য আছে পাকিস্তানের’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার

ক্রিকেট লিজেন্ড ল্যান্স ক্লুজনার মনে করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে অঘটনের জন্ম দেয়ার সামর্থ্য রয়েছে পাকিস্তান দলের। বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৪শে অক্টোবর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। টাইমস অব ইন্ডিয়াকে ক্লুজনার বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় বড়, অনেক বড় ম্যাচ। এটা এমন একটা ম্যাচ যা মিস করার কোনো কারণ নেই। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় আসর। এই পাকিস্তান দল লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে। তারা দারুণ কিছু ব্যাটার তৈরি করেছে। তাদের বোলিং সবসময়ই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
তবে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের জন্য দুটি শর্তও রেখেছেন ক্লুজনার।
তার মতে, ভারতকে হারিয়ে অঘটন জন্ম দিতে পারবে পাকিস্তান, ‘যদি ভারতের খানিক বাজে দিন থাকে এবং পাকিস্তান নিজেদের সেরাটা খেলতে পারে, তাহলে অবশ্যই অঘটনের জন্ম দিতে পারে।’
আফগানিস্তান ক্রিকেট দলের হেড কোচ মনে করেন, শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে ভারত। তবু পাকিস্তানের জয়ের সম্ভাবনা উড়িয়ে দিতে রাজি নন ক্লুজনার। প্রোটিয়া কিংবদন্তির মতে, নিজেদের দিনে যেকোনো দলকেই হারাতে পারে পাকিস্তান।
তিনি বলেন, ‘আমার যেটা মনে হয়, পাকিস্তানের মতো দলের জন্য ভারতের অস্ত্রভাণ্ডার অনেক বেশি সমৃদ্ধ। যাই হোক, আমরা জানি পাকিস্তান কতটা আনপ্রেডিক্টেবল এবং তাদের খেলা কতটা রোমাঞ্চকর হয় দেখতে। তাই আগেই কিছু বলে দেয়া কঠিন। তবে পাকিস্তান যদি ভালো দিনে থাকে, তাহলে যেকোনো দলকেই হারাতে পারে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর