× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

১৯ মাস পর খুলছে মধুমিতা

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৫ অক্টোবর ২০২১, শুক্রবার

১৯ মাস বন্ধ থাকার পর অবশেষে আজ শুক্রবার খুলছে ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা। কলকাতা থেকে আমদানি করা জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত বাংলা সিনেমা ‘বাজি’ দিয়ে
পর্দা উঠছে সিনেমা হলটির। মধুমিতা সিনেমার কর্ণধার ইফতেখার উদ্দীন নওশাদ বলেন, আজ ১৫ই অক্টোবর ‘বাজি’ সিনেমায় বাজি রেখে আমরা হল খুলছি। এর আগে চালানোর মতো কোনো বাংলা সিনেমা পাইনি, তাই হল খোলা হয়নি। আসলে হল চালু রাখতে ভালো সিনেমা দরকার। ভালো সিনেমা মুক্তি না পেলে হল চালু রাখা কঠিন হবে। সিনেমা না চলে তাহলে অন্য ধরনের চিন্তা করতে হবে আমাদের। তবে নওশাদের বিশ্বাস, ছবি দেখতে দর্শক আসবেন, মধুমিতা হল ঘুরে দাঁড়াবে।
তিনি বলেন, এদেশে হলিউড সিনেমার পাশাপাশি বলিউডের সিনেমা হলে চালাতে দেয়া উচিত। তা না হলে সিনেমা হল বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আশা করি সরকার আমাদের দিকে একটু তাকাবে। নওশাদ জানালেন, আগামী ডিসেম্বর নাগাদ নতুন পর্দা, নতুন প্রজেক্টর মেশিন ও ডলবি সাউন্ডে সাজবে মধুমিতা। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৮ই মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখার ঘোষণার ৭ মাস পর অক্টোবর থেকে হলগুলো খুলে দেয়া হলেও মধুমিতা তখন থেকেই বন্ধ ছিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর