× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সাবিলার অন্যরকম অভিজ্ঞতা

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৫ অক্টোবর ২০২১, শুক্রবার

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বর্তমানে টেলিভিশন নাটকের অন্যতম চাহিদাসম্পন্ন একজন অভিনেত্রী তিনি। ইতিমধ্যে বড় পর্দাতেও নাম লিখেয়েছেন। তাও আবার বহুল আলোচিত সিনেমা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ‘বঙ্গবন্ধু’ দিয়ে। এতে সাবিলা বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি মানবজমিনের মুখোমুখি হয়ে জানালেন এই সিনেমায় কাজ করতে গিয়ে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। এ অভিনেত্রী জানান, শেখ রেহানার চরিত্রে তিনি ছাড়াও আরও দু’জন অভিনয় করছেন। তবে তিনি করছেন তরুণ বয়সের চরিত্রটি।
এ ব্যাপারে সাবিলা বলেন, এ সিনেমায় একটি চরিত্র ৩টি ধাপে করা হচ্ছে। একেক জন একেকটা বয়সে প্লে করছে। আমার চরিত্রটা আরও দু’জন অভিনেত্রী প্লে করেছেন। আমি তরুণ বয়সের চরিত্রটা করছি। কাজটার জন্য ভিন্নভাবে নিজেকে প্রস্তুত করতে হয়েছে। অনেক গবেষণা করেছি। ওজন কমাতে হয়েছে। লুক ও ডায়ালগের ক্ষেত্রে যতটুকু পারি মিল রাখার চেষ্টা করেছি। সিনেমাটির শুটিংয়ের আগে অনেকদিন নাটকের শুটিং করিনি। সবকিছু মিলিয়ে একটা বড় প্রস্তুতি নিয়েছি। মুম্বইয়ে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে সাবিলা বলেন, খুবই সুন্দর একটা পরিবেশে শুটিং করেছি। সকাল ৬টার সময় কল টাইম থাকতো। খুব বেশি হলে দিনে ৩টা সিন করতাম আমরা। ৩টার বেশি সিন করাই হতো না। অনেক আরামে শুটিং করেছিলাম। এছাড়া যারা আমার সহশিল্পী হিসেবে তিশা ভাবি, ফারিয়া, শুভ-তৌকীর ভাইয়াসহ অনেক সিনিয়র শিল্পী ছিলেন। সবার তো এভাবে একসঙ্গে কখনো কাজ করা হয় না। এদিকে, নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে ‘বঙ্গবন্ধু’- সিনেমার বাংলাদেশ অংশের শুটিং। তবে তার সিডিউল সম্পর্কে এখন নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না সাবিলা। কারণ তাকে এখনো সেভাবে কিছু জানানো হয়নি। এদিকে, বর্তমানে নাটকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর