× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আর মাত্র ২ দিন / বিবর্ণ বিশ্বকাপ প্রস্তুতি টাইগারদের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, শুক্রবার

টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ। তার আগে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিলেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটাররা ব্যর্থ হলেও বোলাররা লড়াকু পারফরমেন্স উপহার দিয়েছিলেন। যদিও লঙ্কানদের বিপক্ষে জয় আসেনি। প্রথম প্রস্তুতি ম্যাচে হার পাত্তা দিতে চাননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বলেছিলেন, ‘এটা স্রেফ একটা প্রস্তুতি ম্যাচ। জয়-হার মুখ্য নয়।’ আর আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে বাজে পারফরমেন্স পুরো দলের। গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৭৭ রান তোলে আইরিশরা।
জবাবে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৩ রানের বড় হারে বিশ্বকাপ প্রস্তুতি শেষ হয় টাইগারদের।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম আট ব্যাটারের সাত জনই পেরিয়েছিলেন দুই অঙ্ক। তবে ইনিংস বড় করতে পারেননি। গতকালও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। আইরিশদের বিপক্ষে দুই অঙ্ক ছুঁয়েছেন প্রথম আট জনের চারজন। বড় রান তাড়া করার ‘অনুশীলনের’ সুযোগটা পেয়েছিলেন লিটন-মুশফিকরা। পারেননি নিজেদের মেলে ধরতে। পিঠের চোট গুরুতর না হলেও ঝুঁকি নেননি মাহমুদুল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার পর আয়ারল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে ছিলেন বাংলাদেশ অধিনায়ক। কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ফাইনালে ওঠায় এখনো জাতীয় দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। দুই তারকা ক্রিকেটারের অভাব পূরণে ব্যর্থ অন্যরা।
আইপিএল ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেরা মৌসুম কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে নিয়েছেন ১৪ উইকেট। আইপিএলের দাপুটে পারফরমেন্স জাতীয় দলে টেনে আনতে পারেননি তিনি। ৪ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামও ছিলেন খরুচে। ৪ ওভারে দেন ৪১ রান। তাসকিন আহমেদ ২৬ রানে নেন ২ উইকেট। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৩ ওভারে ৩৩ রান খরচায় নেন ১ উইকেট। বাংলাদেশের বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন টপ অর্ডার ব্যাটার গ্যারেথ ডেলানি। ৮ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৫০ বলে খেলেন ৮০ রানের অপরাজিত ইনিংস। ওপেনার পল স্টার্লিং ১৬ বলে ২২ ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নি করেন ২২ বলে ২৫ রান। প্রস্তুতি ম্যাচে জয়-হার মুখ্য না হলেও দেখা হয় বোলার-ব্যাটারদের প্রস্তুতি। সেখানে প্রাপ্তির খাতা শূন্য। ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শূন্য রানে ফিরেছিলেন মুশফিকুর রহীম। শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১৩ বলে ১৩ রান। দলের অভিজ্ঞ এই ব্যাটার গতকাল করেছেন ৪ বলে ৪ রান। ব্যর্থ হয়েছেন দুই ওপেনার। প্রথম ওভারেই ফেরেন নাইম শেখ (৪ বলে ৩)। মাহমুদুল্লাহর অনুপস্থিতিতে আইরিশদের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া লিটন দাস ফেরেন দ্বিতীয় ওভারে। ৩ বলে ১ রান করেন তিনি। সৌম্য সরকার আরো একবার আশা জাগিয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ। শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ২৬ বলে ৩৪ রান। গতকাল করেন ৩০ বলে ৩৭ রান। নুরুল হাসান সোহান করেন ২৪ বলে ৩৮ রান। ৬টি বাউন্ডারি মেরেছেন এই কিপার-ব্যাটার। বিশ্বকাপের আগে ব্যাটারদের ব্যাটে রান নেই। দুই ম্যাচে কোনো ব্যাটার করতে পারেননি ফিফটি। নেই কোনো পঞ্চাশ ছোঁয়া জুটি। আফিফ হোসেন, শেখ মেহেদি, শামীম হোসেনরাও ব্যর্থ। আফিফ ১৬ বলে ১৭, শামীম ৭ বলে ১ ও মেহেদির ব্যাট থেকে আসে ১২ বলে ৯ রান। বাংলাদেশের ব্যাটাররা খেলতে পারেননি বড় শট। আইরিশ টপ অর্ডার ব্যাটার ডেলানি একাই মেরেছেন ৮ ছক্কা। বাংলাদেশের ইনিংসে এসেছে মাত্র ২ ছক্কা। দুটোই মেরেছেন সৌম্য সরকার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর