বিনোদন
কয়েদি নম্বর ৯৫৬!
বিনোদন ডেস্ক
২০২১-১০-১৬
কয়েদি নম্বর ৭৮৬, যশ চোপড়ার ‘বীর জারা’ ছবিতে এটাই হয়ে দাঁড়িয়েছিল শাহরুখ খানের পরিচয়। আর এখন আরিয়ান খানের পরিচয় কয়েদি নম্বর ৯৫৬। রুপালি পর্দায় শাহরুখের মুখে ‘ম্যায় কয়েদি নম্বর ৭৮৬...’ ডায়লগ শুনে চোখের কোণ ভিজেছিল অনুরাগীদের, আজও কাঁদছেন শাহরুখ ভক্তরা। তবে রিল আর রিয়েল লাইফের ফারাকটা আরও বেশি করে নাড়া দিচ্ছে তাদের। শাহরুখের ছেলের জীবনে এমন একটা দিন আসবে তা কে কল্পনা করেছিল! উল্লেখ্য, বিশেষ এনডিপিএস আদালত গত বৃহস্পতিবার সংরক্ষিত রেখেছে আরিয়ান খানের জামিনের আবেদনের রায়।