× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

স্বস্তিতে শাবনূর

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৬ অক্টোবর ২০২১, শনিবার

জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। একে একে ইনস্টাগ্রাম, ইউটিউব ও ফেসবুকে নিয়মিত আপডেট নিয়ে হাজির হচ্ছিলেন তিনি, বেশ সাড়াও পাচ্ছিলেন। তবে মাঝখানে হ্যাকারের কবলে পড়ে ফেসবুক আইডি ছাড়া সোশ্যাল হ্যান্ডেলের বাকি সব আইডি’র নিয়ন্ত্রণ হারান তিনি। স্বস্তির খবর হচ্ছে, ইউটিউব বাদে ফেসবুক আইডি, পেজ ও ইনস্টাগ্রামের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন এই নায়িকা। শাবনূর নিজেই এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সবার অবগতির জন্য জানাচ্ছি যে, আমার ফেসবুক আইডি, পেজ ও ইনস্টাগ্রামের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি। যদিও আপনারা লক্ষ্য করেছেন হ্যাকিংয়ের কারণে ইউটিউব চ্যানেলটি হারিয়েছি।
শাবনূর আরও জানান, হ্যাকাররা আমার ইউটিউব চ্যানেলটি নষ্ট করতে পারলেও আমাকে আপনাদের থেকে দূরে সরাতে পারবে না, ইনশাআল্লাহ্‌। আমি শিগগিরই ফিরছি আপনাদের মাঝে নতুন ইউটিউব চ্যানেল নিয়ে, সঙ্গেই থাকুন। আর কৃতজ্ঞতা সবার প্রতি, যারা আমার সঙ্গে রয়েছেন। উল্লেখ্য, অনেক দিন ধরে চলচ্চিত্রের বাইরে থাকলেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি শাবনূরের। সে সুযোগ নিয়ে তার নামে বহু ভুয়া আইডি ও পেজ খুলেছিল অনেকে। এতে নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছিল মানুষজন। সে জায়গা থেকে এবং ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন তিনি। শাবনূর প্রথমে ইনস্টাগ্রামে নিজের নামে আইডি খোলেন। এর সঙ্গে ফেসবুকেও সরব হন। সর্বশেষ তিনি ইউটিউবে নিজের নামে চ্যানেল খুলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেন, যা দর্শক মহলে সাড়া ফেলে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর