× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সুন্দরবনের ১৮টি হরিণের চামড়াসহ ২ চোরা শিকারি আটক

বাংলারজমিন

বাগেরহাট প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, শনিবার

সুন্দরবন থেকে শিকার করা ১৮টি হরিণের চামড়াসহ ২ শিকারিকে আটক করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা। গতকাল খুলনা সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ। আটকৃত ২ জন হলো, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবনিয়া এলাকার মো. আব্দুল হাকিম (৫০) ও  একই জেলার শরণখোলা উপজেলার সোনাতলার আলী মিয়া হাওলাদারের ছেলে মো. কামরুল ইসলাম (৩৫)। সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর পরিচালক জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকালে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজার এলাকা থেকে চোরা শিকারি হাকিম ও কামরুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮টি হরিণের চামড়া, দু’টি মোবাইল ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। পরস্পর যোগসাজশে সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়াসহ হরিণের মাংস সংগ্রহ করে বেশি মুনাফার লোভে দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ২ চোরা শিকারি। আটকৃতদের বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হবে। এর আগে চলতি বছরের ২৩শে জানুয়ারি বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে ১৯টি হরিণের চামড়াসহ ২ চোরা শিকারিকে আটক করে বাগেরহাট জেলা পুলিশ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর