× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের কমিটি নিয়ে উত্তেজনা, গ্রেপ্তার ১০

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৭ অক্টোবর ২০২১, রবিবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি নিয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থক, নেতাকর্মী এবং উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন সমর্থক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। দু’পক্ষের এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গতকাল সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগাবাজারে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনের বাড়িতে আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে একই সময়ে বর্তমান আহ্বায়ক কমিটি বিরোধী বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থকরা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পুলেরঘাট বাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শুক্রবার সন্ধ্যায় দরগাবাজারে বর্তমান ও সাবেক এমপি’র সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশকে আহত করার ঘটনায় এসআই জাকির হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৯ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়েছে বলে উল্লেখ করা হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আটক হওয়া দু’পক্ষের ১০ নেতাকর্মীর নামোল্লেখ এবং অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মুকুল মিয়া (৪২), রফিকুল ইসলাম (২৩), খোকন মিয়া (৪০), সাইফুল (১৬), অন্তর (২৩), শাহাদাত (২১), সুমন (২৯), দিলদার হোসেন (৪৬), রাকিব (১৬) এবং সানি (২০)।
তাদেরকে শনিবার কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দরগাবাজারে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনের বাড়ি শিকড় এ আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ৫৭ জন সদস্য অংশ নেন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনের সভাপতিত্বে সভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবদুস ছাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজিজুল হক তোতা, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, জেলা পরিষদ সদস্য মো. হাদিউল ইসলাম হাদী, সাবেক সিবিএ নেতা মো. কেরামত আলী, সাবেক ছাত্রনেতা মো. আনোয়ার হোসেন আনার, মোছা. তাহমিনা আক্তার রোজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আকরাম হোসেন ভূঁইয়া কাঞ্চন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন দলকে শক্তিশালী করতে তৃণমূলের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনসহ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সংঘাতের রাজনীতি পরিহার ও যেকোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্যও বিবদমান পক্ষগুলোর প্রতি আহ্বান জানান। সভা শেষে আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে সকালে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রথম সভা রুখে দিতে ও আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন এলাকা থেকে এমপি নূর মোহাম্মদ সমর্থক, নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দরগা বাজারে গেলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। পরে বিক্ষোভকারীরা উপজেলার পুলেরঘাট বাজারে গিয়ে সড়ক অবরোধ করে টায়ারে আগুন দেন। টায়ার জ্বালিয়ে বেলা ১১টা থেকে তারা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দু’পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, গত ২২শে জুলাই জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনকে আহ্বায়ক নির্বাচিত করে এক সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ ঘোষণায় ক্ষিপ্ত হন বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থক নেতাকর্মীরা। তারা আহ্বায়ক এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনের অব্যাহতি চেয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এরপরও গত ৯ই সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ। কমিটি অনুমোদনের পর গতকাল শনিবার পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর