× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়-দরিদ্র নারীদের আত্ম-কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
১৭ অক্টোবর ২০২১, রবিবার

অসহায়-দরিদ্র ৩ নারী পেয়েছে সেলাই মেশিন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিনের উদ্যোগে বিশিষ্ট চিকিৎসক সাইফুদ্দিন খান শুভ্রসহ আরও ২ জনের আর্থিক   সহায়তায় এ সেলাই মেশিন দেয়া হয়। এতে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর আগেও সাংবাদিক জসিম অসহায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিনের সংস্থান করে দেন। সেলাই মেশিন বিতরণে গতকাল সকাল ১০টায় সিঙ্গারের টিএরোড শাখায় এক  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন ও বিশিষ্ট গাইনী চিকিৎসক মারিয়া পারভীন। স্বাগত বক্তৃতা করেন সাংবাদিক ও সমাজকর্মী জসিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সিঙ্গারের শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান ভূঁইয়া জনি।
বক্তারা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তশালীরা এ কাজে এগিয়ে এলে আরও ব্যাপকভাবে অসহায়-দরিদ্র নারীরা উপকৃত হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর