দেশ বিদেশ

সরকার সবসময় চায় দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২০২১-১০-১৭

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি মহাসচিব বক্তব্য রেখেছেন, সরকার নাকি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তার এই বক্তব্যের মাধ্যমেই প্রমাণিত হয় কুমিল্লার ঘটনার পেছনে তাদেরই ইন্দন ছিল।  গতকাল বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  তথ্যমন্ত্রী বলেন, সরকার দেশ চালায়। সরকার সবসময় চায় দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। মির্জা ফখরুল সাহেব কি দেশের সব মানুষকে বোকা ভেবেছেন? তার এমন কথায় দেশের মানুষ যেমন হাসছে, হনুমানও হাসে। হাছান মাহমুদ বলেন, দেশে সামপ্রদায়িক সমপ্রীতি নষ্টের অপচেষ্ঠা চালানো হচ্ছে। কুমিল্লার ঘটনায় কারা মিছিল বের করেছে, সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তারা কোন দলের সমর্থক, কোন মতাদর্শে বিশ্বাস করে সেগুলো বের করে জনসমক্ষে প্রকাশ করবো। দেশের শান্তি শৃঙ্খলা কোনভাবেই বিনষ্ট হতে দেবোনা। উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতী, শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, মুহাম্মদ আলী শাহ,  ডা. মোহাম্মদ সেলিম, আকতার হোসেন খাঁন প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status