খেলা

ব্রেন্টফোর্ডের মাঠে চেলসির কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক

২০২১-১০-১৭

দীর্ঘ ৭৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগে প্রত্যাবর্তন, স্কোয়াডেও নেই খ্যাতিমান কোনো খেলোয়াড়Ñ তবে ইপিএলে ব্রেন্টফোর্ডের দাপট সবকিছুকেই ছাপিয়ে যায়। প্রিমিয়ার লীগে ৮ ম্যাচে এখন পর্যন্ত দলটির হার মাত্র দুটিতে। সবশেষ দুই ম্যাচের প্রথমটিতে ৩-৩ গোলে লিভারপুলকে রুখে দিয়ে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারায় দলটি। এবার চেলসিকেও হয়রান করে ছাড়লো টমাস ফ্র্যাঙ্কের শিষ্যরা। ব্রেন্টফোর্ডের দু’টি প্রচেষ্টা পোস্টে লাগায় নির্ঘাত হার থেকে রক্ষা পায় চেলসি। শনিবার ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে স্বাগতিকদের আধিপত্য থাকলেও কোনোমতে ৩ পয়েন্ট নিয়ে ফেরে চেলসি। ম্যাচটিতে ১-০ গোলের জয় পেয়েছে টমাস টুখেলের দল।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত চেলসির ডি-বক্সের আশপাশে ভীতি ছড়ায় ব্রেন্টফোর্ড। গোটাম্যাচে ৪৩ শতাংশ বল দখলে রেখে মোট ১৭টি শট নেয় স্বাগতিকরা। যার লক্ষ্যে ছিল ৭টি। অপরদিকে ৫৭ শতাংশ বল দখলে রেখে মাত্র ৫টি শটের একটি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয় চেলসি।
২২তম মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রেন্টফোর্ড। তবে বাধ সাধে গোলপোস্ট। আট গজ দূর থেকে ফরাসি স্ট্রাইকার ব্রায়ান এমউিমোর শট পোস্টে লেগে ফিরে আসে।
পরক্ষণেই চেলসির রোমেলু লুকাকু বল জালে পাঠালেও অফসাইডের ফাঁদে পড়ে মেলেনি গোল। ৩৭তম মিনিটে উড়িয়ে মেরে সহজ সুযোগ নষ্ট করেন টিমো ভেরনার।
প্রথমার্ধে শেষ মিনিটে বেন চিলওয়েলের গোলে এগিয়ে যায় চেলসি। ডি-বক্সে আলগা বল পেয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে জয়সূচক গোলটি করেন ২২২তম মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রেন্টফোর্ড। তবে বাধ সাধে গোলপোস্ট। আট গজ দূর থেকে ফরাসি স্ট্রাইকার ব্রায়ান এমউিমোর শট পোস্টে লেগে ফিরে আসে।
পরক্ষণেই চেলসির রোমেলু লুকাকু বল জালে পাঠালেও অফসাইডের ফাঁদে পড়ে মেলেনি গোল। ৩৭তম মিনিটে উড়িয়ে মেরে সহজ সুযোগ নষ্ট করেন টিমো ভেরনার।
প্রথমার্ধে শেষ মিনিটে বেন চিলওয়েলের গোলে এগিয়ে যায় চেলসি। ডি-বক্সে আলগা বল পেয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে জয়সূচক গোলটি করেন ২৪ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার।
৭৩তম মিনিটে ইভান টনির শট ফিরিয়ে চেলসির জাল অক্ষত রাখেন এডওয়ার্ড মেন্ডি। পরের মিনিটে এমবিউমোর নিচু শট আবারও পোস্টে লাগে।
বাকি সময়ে আরও দুটি দারুণ সেভ করে চেলসির তিন পয়েন্ট নিশ্চিত করেন গোলরক্ষক মেন্ডি।
আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে চেলসির পয়েন্ট ১৯। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান লিভারপুলের। বার্নলির বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যানচেস্টার সিটি ১৭ পয়েন্ট নিয়ে তিনে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status