দেশ বিদেশ

জলবায়ু সম্মেলনে লক্ষ্য অর্জনে ইইউকে পাশে চায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

২০২১-১০-১৮

জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ এ জলবায়ু ইস্যুতে নিজেদের লক্ষ্য অর্জনে বেশ কিছু বিষয় তুলে ধরবে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি মাসের শেষদিন গ্লাসগোতে কপ-২৬ শুরু হতে যাচ্ছে। রোববার জলবায়ু সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইইউ’র দূতদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। ড. মোমেন বলেন, কপ-২৬এ আমাদের লক্ষ্যগুলো যেন আমরা অর্জন করতে পারি সেজন্য ইইউ’র সহযোগিতা চেয়েছি। আমাদের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের মূল কারণ আমরা চাই তাদের সহযোগিতা, তাদের পার্টনারশিপ। যাতে আমাদের যে ইস্যুগুলো কপ-২৬ তুলে ধরবো তারা যেন আমাদের সঙ্গে একাত্ম হয়ে আমাদের পক্ষে কথা বলে। কপ-২৬ একমাত্র আমাদের আশা। ওটাতে যদি আমরা ইফেক্টিভ পদক্ষেপ নেই তাহলে আমাদের সব সমস্যা দূর হবে। এক প্রশ্নের জবাবে ড. মোমেন জানান, বাংলাদেশে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেয়ায় পরিবেশ ও বনভূমির অনেক ক্ষতি হয়েছে। আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনে সেটা তুলে ধরা হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল যোগ দেবে। সে সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে বলে আমরা আশা করছি। ড. মোমেন এ সময় জানান, আগামী ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের জিরো পার্সেন্ট কার্বন নির্গমন কমিয়ে আনা সম্ভব নয়। পরিবেশ ও বনমন্ত্রী জানান, মূল বিষয় হচ্ছে কপ-২৬ চলতি মাসের ৩১ তারিখ। আমরা সেখানে যোগদান করছি। আমরা প্রস্তুতি ও উদ্দেশ্য, বিশেষ করে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কি কি সিদ্ধান্ত নেব সেসব বিষয়ে আলোচনা করেছি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status