অনলাইন
পীরগঞ্জে জেলেপল্লীতে আগুন দেয়ার ঘটনায় আটক ৪২
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২০২১-১০-১৮
পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বটেরহাট মাঝিপাড়া জেলেপল্লীর বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জনকে আটক করেছে পুলিশ। গত রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গতকাল বিকেলে বটেরহাট মাঝিপাড়ায় হামলা করে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা বেশকিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে রাতে তারা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। মাঝিপাড়ার বাসিন্দা এক গৃহবধূ বলেন, আমার বাড়ির সব জিনিসপত্র লুটে নিয়ে গেছে। আমার তিনটি গরু আগুনে পুড়ে মারা গেছে। পুলিশ এসেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান বলেন, ফেসবুকে ওই গ্রামের এক তরুণ ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট দিয়েছেন এমন অভিযোগ তুলে গ্রামের মধ্যে উত্তেজনা ছড়ানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়। শেষ পর্যন্ত সেই বাড়িটি রক্ষা করা গেলেও হামলাকারীরা দূর থেকে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।
গতকাল বিকেলে বটেরহাট মাঝিপাড়ায় হামলা করে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা বেশকিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে রাতে তারা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। মাঝিপাড়ার বাসিন্দা এক গৃহবধূ বলেন, আমার বাড়ির সব জিনিসপত্র লুটে নিয়ে গেছে। আমার তিনটি গরু আগুনে পুড়ে মারা গেছে। পুলিশ এসেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান বলেন, ফেসবুকে ওই গ্রামের এক তরুণ ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট দিয়েছেন এমন অভিযোগ তুলে গ্রামের মধ্যে উত্তেজনা ছড়ানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়। শেষ পর্যন্ত সেই বাড়িটি রক্ষা করা গেলেও হামলাকারীরা দূর থেকে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।