× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্যাম্ফার তাণ্ডবে ১০৬ রানে গুটিয়ে গেলো নেদারল্যান্ডস

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, সোমবার

বল হাতে জাদু দেখালেন আয়ারল্যান্ডের বোলার কার্টিস ক্যাম্ফার। দশম ওভারে টানা চার উইকেট নিয়ে অর্জন করলেন অনন্য কীর্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র ডাবল হ্যাটট্রিক করা বোলার এই আইরিশ পেসার। আর নেদারল্যান্ডসের ইনিংসও গড়ালো না বেশিদূর। নির্ধারিত ২০ ওভার শেষে সবক’টি উইকেট হারিয়ে ডাচদের সংগ্রহ মাত্র ১০৬ রান।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক পিটার সিলার। তবে ব্যাট করতে নেমে বাজে শুরু পায় নেদারল্যান্ডস। প্রথম ওভারেই ১ উইকেট হারায় তারা, দলীয় সংগ্রহ তখন ১ রান। সিমি সিংয়ের বলে শূন্য রানে সাজঘরে ফেরেন বেন কোপার।
দলীয় ২২ রানে দ্বিতীয় উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর ইনিংসের দশম ওভারে টানা চার উইকেট নিয়ে নেদারল্যান্ডসকে কার্যত গুড়িয়ে দেন কার্টিস ক্যাম্ফার।
নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার ম্যাক্স ও’ডউড। এছাড়া অধিনায়ক পিটার সিলার (২১) ছাড়া কেউ পাড় হতে পারেননি ২০’র ঘর।
আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ৪ উইকেট নিয়েছে। ৪ ওভারে দিয়েছেন ২৬ রান। তিনটি উইকেট নিয়েছেন মার্ক অ্যাডেইর।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর