× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

চোখে কালো কাপড় লাগিয়ে একাই দাঁড়ালেন চবি শিক্ষক

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার

দেশজুড়ে হিন্দু সমপ্রদায়ের উপাসনালয় ও ঘরবাড়ির ওপর হামলার প্রতিবাদ জানিয়ে একাই অবস্থান কর্মসূচি পালন করেছেন ড. মো. আতিকুর রহমান নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। তিনি প্রতিষ্ঠানটির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক। গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চোখে কালো কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তিনি। এ বিষয়ে ড. মো. আতিকুর রহমান বলেন, দেশে সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর যে অন্যায় অত্যাচার চলছে তার প্রতিবাদস্বরূপ আমি এখানে দাঁড়িয়েছি। একটি স্বাধীন রাষ্ট্রে কোনো সমপ্রদায় এভাবে নির্যাতিত হতে পারে না। এটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এই সামপ্রদায়িক সন্ত্রাসের ঘটনায় জড়িত সকলের কঠোর বিচার করতে হবে। তিনি বলেন, এই দেশে আমরা অসামপ্রদায়িকতার চর্চা দেখতে চাই।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর