× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দুই বছরের পরিকল্পনায় বাংলাদেশকে হারিয়েছে স্কটল্যান্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার

বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয়টা দুই বছরের প্রস্তুতির ফসল- এমনটাই জানান স্কটল্যান্ড দলের অধিনায়ক কাইল কোয়েটজার। তিনি বলেন, ‘বাছাইপর্ব পার হওয়ার পর দুই বছর ধরে পরিকল্পনা করতে হয়েছে আমাদের এ জয়ের জন্য। অনেক দীর্ঘ সময় ছিল সেটা। পর্দার আড়ালে অনেক কিছু নিয়েই পরিকল্পনা করতে হয়েছে আমাদের। অনেক মানুষ দিনরাত খেটেছেন এর জন্য।’
কোয়েটজারের জানান, এ জয় হুট করে পাওয়া নয়। বহুদিন ধরেই একটু একটু করে উন্নতি করে যাচ্ছেন তারা। জয়টা সেই উন্নতিরই বহিঃপ্রকাশ। স্কটিশ অধিনায়ক বলেন, ‘জয়টা আমাদের জন্য অনেক বড়।
এ জয়ের জন্য আমরা অনেক দিন ধরে পরিকল্পনা করছি। কখনো কখনো তো এমনও মনে হতো যে আমরা খামোখাই এত খাটছি, কারণ, আমাদের সফরগুলো বাতিল হয়ে যাচ্ছিল। ব্যাপারটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। কিন্তু এখন আমরা আমাদের বিশ্বাসের মূল্য পাচ্ছি। আমরা বিশ্বাস রেখেছিলাম যে এ টুর্নামেন্ট হবেই। আর যখন হবে, তখন আমরা দল হিসেবে আরও অনেক ভালো অবস্থানে থাকবো।’
কোয়েটজারবলেন, ‘আমাদের অনেক খেলোয়াড়কে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সহযোগী দেশের হয়ে ক্রিকেট খেলা অনেক কঠিন। এ অবস্থায় ক্রিকেট খেলতে গেলে যেকোনো সুযোগের সদ্ব্যবহার করতে হয়, না হলে আড়ালে পড়ে যেতে হয়। অনেক মানুষই আছে, যারা সহযোগী দেশের ক্রিকেট খেলা পছন্দ করে না। আমি গর্বিত যে আমরা নিয়মিত উন্নতি করছি। বাংলাদেশকে হারানোর অনুভূতিটা অবশ্যই বিশেষ কিছু। তাদের যে আমরা প্রথমবারের মতো হারালাম, সেটা নয়। তবে আমরা জানি, তাদের স্কোয়াডের গভীরতা কেমন।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর