× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দারুণ জয়ে বার্সার এল ক্লাসিকো প্রস্তুতি

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার

টানা দুই হারের হতাশা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল বার্সেলোনা। বিরতি থেকে কাতালানদের ফেরাটা হয়েছে দুর্দান্ত। স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতেছে রোনাল্ড কোম্যানের। বার্সার পরবর্তী লীগ ম্যাচে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ছন্দে ফিরে এল ক্লাসিকোয় রিয়ালকে চ্যালেঞ্জ জানানোর বার্তা দিয়ে রাখলো বার্সেলোনা। আগের তিন ম্যাচের হতাশা পেছনে ফেলে বার্সার আক্রমণভাগ ফিরেছে ছন্দে। চ্যাম্পিয়নস লীগে বেনফিকার বিপক্ষে ৩-০ গোলে হারা ম্যাচে লক্ষ্যে কোনো শট ছিল না বার্সার। লা লিগায় ২-০ ব্যবধানে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারের ম্যাচে অন টার্গেট শট ছিল মাত্র দুটি।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১২ শটের তিনটি ছিল লক্ষ্যে।
৮ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে সপ্তম স্থানে উঠেছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা ভালেন্সিয়া ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে। তাদের সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। আট ম্যাচে সমান ১৭ পয়েন্ট করে নিয়ে পরের তিনটি স্থানে যথাক্রমে রিয়াল মাদ্রিদ, সেভিয়া ও আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা ওসাসুনারও ১৭ পয়েন্ট। রোববার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। বার্সাকে সমতায় ফেরান প্রায় এক বছর পর প্রথম একাদশে ফেরা আনসু ফাতি। মেম্ফিস ডিপাইয়ের পেনাল্টি গোলেও রয়েছে বার্সার নতুন ‘নাম্বার টেনের’ অবদান। পেনাল্টি আদায় করে নেন ফাতি। গোল পেয়েছেন ফিলিপে কুতিনহো। গত বছরের নভেম্বরের পর প্রথম গোল পেলেন এই ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের চতুর্থ মিনিটেই ডি-বক্সের বাইরে থেকে হোসে গায়ার বুলেট গতির শট খুঁজে নেয় জাল। সেই গোল অবশ্য দ্রুতই শোধ দিয়ে দেয় বার্সা। দ্বাদশ মিনিটে মেম্ফিস ডিপাই এবং ফাতির যুগলবন্দিতে ম্যাচে ফেরে কাতালান ক্লাবটি। ডিপাইয়ের সঙ্গে বল দেয়া-নেয়া করে ফাতি ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত প্লেসমেন্টে চোখ ধাঁধানো গোলটি করেন।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে স্বাগতিকরা ম্যাচের লাগাম টেনে ধরে ডিপাইয়ের গোলে। ফাতিকে অবৈধভাবে ডি-বক্সে ফেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিক বার্সাকে এগিয়ে দেন ডিপাই।
শুধু ফাতি-ডিপাইয়ের দারুণ বোঝাপড়া নয়, ভ্যালেন্সিয়া ম্যাচ থেকে বার্সা পেয়েছে আরও অনেক কিছু। এই ম্যাচ দিয়েই কাতালান ক্লাবটির জার্সিতে অভিষেক হয়েছে সার্জিও আগুয়েরোর। ইনজুরি থেকে ফিরে দুর্দান্ত খেলেছেন লেফট ব্যাক জর্দি আলবা। আর গেল বছরের নভেম্বরের পর প্রথমবার উদযাপনের কোনো উপলক্ষ পান ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ফিলিপে কুতিনহো। ৮৪তম মিনিটে সার্জিনো দেস্তের বাড়ানো বল পেয়ে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান তারকা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর