কলকাতা কথকতা
কলকাতা কথকতা
উৎসবের মৌসুমে মদ বিক্রিতে রেকর্ড পশ্চিম বাংলার
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-১০-১৯
উৎসবের মৌসুমে মদ বিক্রির পরিমান ছাড়িয়ে গেল আগের সব রেকর্ডকে। দুর্গাপুজোয় মদ্যপানের ব্যাপারে বাংলা নজির গড়ল। শুধু মাত্র ষষ্ঠী থেকে দশমী এই পাঁচদিনে বাংলা মদ্যপান করেছে ৪০৪ কোটি টাকার। আর এক থেকে ১২ অক্টোবরের হিসেব ধরলে মদ বিক্রি হয়েছে ৭২০ কোটি টাকার। আবগারি শুল্ক বাবদ রাজ্যের আয় ৫৫০ কোটি টাকা। এই কদিনে রাজ্যে দেশি মদ বা কান্ট্রি লিকার বিক্রি হয়েছে এক কোটি ৬৬ লক্ষ লিটার, বিদেশি মদ বিক্রি হয়েছে ৩৭ লক্ষ ৯৩ হাজার কোটি টাকার। আর বিয়ার বিক্রির পরিমান ৪৩ লক্ষ ৭৪ হাজার লিটার। শুক্রবার অর্থাৎ বিজয়া দশমীর দিনটি ড্রাই ডে ছিল। কিন্তু, উৎসবের মৌসুম বলে ওই দিন মদ বিক্রিতে ছাড় দেয়া হয়েছিল। করোনা যখন প্রবল তখন মদের ওপর বাড়তি শুল্ক ছাপানো হয়েছিল। কথা ছিল এই সেপ্টেম্বর থেকে এই শুল্ক প্রত্যাহার করা হবে। এর ফলে মদের দাম কিছুটা হলেও কমবে। তা এখনও লাগু হয়নি। অর্থাৎ মদের চড়া দাম সত্ত্বেও সূরাপায়ীদের উৎসাহ কমেনি।