× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

খাম্বাবাহী ভ্যানের ধাক্কা, মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত

অনলাইন

ফেনী প্রতিনিধি
(২ বছর আগে) অক্টোবর ১৯, ২০২১, মঙ্গলবার, ৯:৫৫ পূর্বাহ্ন

ফেনীতে পল্লী বিদ্যুতের খাম্বাবাহী ভ্যান থেকে পিছনের অংশ আলাদা হয়ে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী সহিদ উদ্দিন পিয়াস (৩২) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনী শহরতলীর দেওয়ানগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির উদ্দিন।
নিহত সহিদ উদ্দিন পিয়াস ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের আবুপুর গ্রামের মাইন উদ্দিন বেলু মেম্বারের ছেলে। তিনি সদর উপজেলার দেবীপুর সোলতানিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।
পুলিশ জানান, মোটরসাইকেলে করে শিক্ষক সহিদ উদ্দিন পিয়াস ফেনী শহরের দিকে আসছিলেন। তার মোটরসাইকেলটি দেওয়ানগঞ্জ এলাকায় পৌঁছালে পল্লী বিদ্যুতের খাম্বা বহনের কাজে ব্যবহৃত একটি ভ্যান থেকে পিছনের অংশ আলাদা হয়ে শিক্ষক সহিদ উদ্দিন পিয়াসের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সড়কের বাইরে ছিটকে পড়ে। ঘটনাস্থলে শিক্ষক সহিদ উদ্দিন পিয়াস গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক মো. মনির উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে পুলিশ। দূর্ঘটনার পর খাম্বাবাহী ভ্যানের চালক পালিয়ে যাওয়ার তাকে আটক করা সম্ভব হয়নি।
এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর