× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সংকটে দীর্ণ পাকিস্তান দল টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে

ভারত

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(২ বছর আগে) অক্টোবর ২০, ২০২১, বুধবার, ৯:২২ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের কোচ মিসবা উল হকের পদত্যাগ, একটির পর একটি দেশের সফর বাতিল, দেশে করোনা সংক্রমণ- পাকিস্তান ক্রিকেট দলের সামনে যেন সংকটের পাহাড়। তবু নতুন কোচ ম্যাথিউ হেডেনের প্রশিক্ষনে বাবর আজমের দল এই বিশ্বকাপে ২০০৯ এর পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্ন দেখছে। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। করাচিতে খাদ্যসংকট, খাইবার এর ওপাশে বিদ্রোহ, লাহোরে সংস্কৃতি সংকট সব তাকে তুলে রেখেছে পাকিস্তান দলটি। তাদের পাখির চোখ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে। কারণ, তারা জানে পাক ক্রিকেটের পুনরুজ্জীবনের জন্যে এই টুর্নামেন্ট কত জরুরি। কাজটা নিঃসন্দেহে কঠিন। কারণ সুপার বারোর খেলায় ২৪ অক্টোবর তাদের প্রতিদ্বন্দ্বী আর্চ রাইভাল ভারত।
আইসিসি টুর্নামেন্ট ছাড়া এখন আর ভারত-পাকিস্তান মুখোমুখি হয়না। ২০০৮ এর ২৬-১১'র পরে আর দুদেশের মধ্যে সফর বিনিময় হয়নি। ভারতকে শক্তিধর প্রতিদ্বন্দ্বী মানছেন পাক অধিনায়ক বাবর আজম, কিন্তু ভারত অজেয়ও নয় এই কথাও বলছেন জোর দিয়ে। বাবর দুর্দান্ত ফর্মে আছেন। ফর্মে আছেন সাদাব খান ও শাহিন আফ্রিদি। দলে আছেন মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিকের মত অভিজ্ঞ খেলোয়াড়। তাই বাবর আজম বলছেন, হাম কিসিসে কম নেহি। টি-টোয়েন্টি বিশ্ব কাপ জেতার জন্যে পাকিস্তানের প্রথম কাজ ভারতকে হারানো। বাবর বলছেন, কঠিন টাস্ক, কিন্তু অসম্ভব নয়। বহু যুদ্ধের নায়ক ম্যাথিউ হেডেন অঙ্ক কষছেন, কি ভাবে ভারতকে বধ করা যায়!
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর