× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা: ইংল্যান্ডে ফের বিধিনিষেধ আরোপের আহবান স্বাস্থ্য কর্মকর্তাদের

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) অক্টোবর ২০, ২০২১, বুধবার, ১০:৪৯ পূর্বাহ্ন

আসন্ন শীতে ইংল্যান্ডে করোনা মহামারি খারাপ পর্যায়ে যেতে পারে। এ জন্য অবিলম্বে করোনা ভাইরাস বিষয়ক কিছু বিধিনিষেধ নতুন করে চালু করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের সংগঠন এনএইচএস কনফেডারেশন সতর্ক করেছে এই বলে যে, মন্ত্রীদেরকে ‘প্লান-বি’ কৌশল বাস্তবায়ন করা উচিত। এর অধীনে জনাকীর্ণ স্থানে এবং আবদ্ধ স্থানে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা উচিত। এর কারণ, বৃটেনে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তবে শীতের সময়ে যে পরিমাণ মানুষ মারা যান, তার চেয়ে অনেক নিচে আছে মৃত্যুর সংখ্যা। সরকার বলেছে, তাদের বিধিনিষেধ দেয়ার আর কোনো পরিকল্পনা মোটেও নেই। তবে তারা সাম্প্রতিক পরিসংখ্যানের ওপর নিবিড় নজর রাখছে।
এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
মঙ্গলবার রিপোর্টে বলা হয়েছে, টানা সাত দিন ধরে সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের ওপরে। নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭৩৮। মার্চের পর সেখানে সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা গেছেন। তাদের সংখ্যা ২২৩। মঙ্গলবার এক দিনে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এরই মধ্যে ইংল্যান্ডে এই শীতে করোনা ভাইরাস মোকাবিলার জন্য সরকারের ‘প্লান-এ’ প্রয়োগ করা হয়েছে। এর অধীনে করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেয়া হবে প্রায় ৩ কোটি মানুষকে। ১২ থেকে ১৫ বছর বয়সীদের এক ডোজ টিকা দেয়া হচ্ছে। জনাকীর্ণ স্থানে লোকজনকে মুখে মাস্ক পরতে বলা হয়েছে। যদি এসব পদক্ষেপ টেকসই না হয় তাহলে ‘প্লান বি’-এর অধীনে কিছু কিছু ক্ষেত্রে লোকজনকে মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক করার আহবান জানিয়েছেন ওইসব স্বাস্থ্য কর্মকর্তা। তারা বাসা থেকে কাজ করতে নির্দেশ দিতে বলেছেন। ভ্যাক্সিন পাসপোর্ট চালু করতে বলেছেন।
এনএইচএস কনফেডারেশন বৃটেনে স্বাস্থ্য বিষয়ক সংগঠনগুলোর প্রতিনিধিত্ব করে থাকে। এর প্রধান ম্যাথিউ টেইলর সরকারের প্রতি আহবান জানিয়েছেন, হাসপাতালগুলোতে রোগী উপচে পড়া এড়াতে হলে অতিরিক্ত ওইসব পরিকল্পনা (প্লান বি) জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে। তিনি বলেন, এই শীত হতে পারে রেকর্ড চ্যালেঞ্জিং। তাই এর জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় স্বাস্থ্য সেবা খাত (এনএইচএস)। বিলম্ব না করে সরকারের জন্য এখনই সময় প্লান-বি কার্যকর করা। কারণ, এমন পদক্ষেপ না নিলে শীতে সঙ্কট খুব বেড়ে যাবে। মন্ত্রীদের উচিত হবে না করোনা সংক্রমণ আকাশ ছোঁয়া পর্যন্ত অপেক্ষা করা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর