খেলা

‘বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে ভারত’

স্পোর্টস ডেস্ক

২০২১-১০-২১

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সেরেছে ভারত। দুই ম্যাচেই অনায়াস জয় কোহলি-রোহিতদের। বিশ্বমঞ্চে নামার আগে দাপুটে পারফরমেন্সে প্রতিপক্ষদের কঠোর বার্তা দিয়ে রাখলো ভারত। বিরাট কোহলিরা ফেভারিট হিসেবেই নামবেন বিশ্বকাপে। ২০০৭ এর চ্যাম্পিয়নদের ফেভারিটের তালিকায় এক নম্বরে রেখেছেন স্টিভ স্মিথ। সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম উল হকও ভারতকেই এগিয়ে রাখছেন।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৫২ রানে আটকে দিয়ে ৮ উইকেটে জিতেছে ভারত। ১৩ বল আগেই জয় তুলে নেয় কোহলির দল। এই ম্যাচে ৪৮ বলে ৫৭ রান করেছেন স্মিথ। এই তারকা ব্যাটার কাছ থেকে দেখেছেন লোকেশ রাহুল-রোহিত শর্মার দাপট। স্মিথ বলেন, ‘ভারত অসাধারণ দল। তাদের প্রত্যেকটা জায়গার ভিত শক্তিশালী এবং দলটিতে অনেক ম্যাচ উইনার ক্রিকেটার আছে। শেষ কয়েক মাস ধরে তাদের সবাই এখানে খেলছে। সেই অভিজ্ঞতা নিশ্চিতভাবে কাজে লাগাতে চাইবে তারা।’
এবারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। করোনা মহামারির প্রকোপে ভারত আয়োজক হিসেবে থাকলেও বিশ্বকাপের স্বাগতিক আরব আমিরাত এবং ওমান। ভারতীয় ক্রিকেটারদের সবাই আইপিএলের দ্বিতীয় পর্বে খেলেছেন তিন বিশ্বকাপ ভেন্যুতে। যা বিশ্বকাপ প্রস্তুতিতে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে ভারতকে। যার কিছুটা দেখা গেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক ভারতকে ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন। সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভারতকেই এগিয়ে রাখছেন ইনজামাম। তিনি বলেন, ‘কোনো প্রতিযোগিতা কে জিতবে তা আগে থেকে বলা সম্ভব নয়। তবে জেতার কতটা সুযোগ রয়েছে তা বলা যেতে পারে। আমার মতে জেতার সুযোগ সব চেয়ে বেশি রয়েছে ভারতের। বিশেষ করে এমন কন্ডিশনে। ভারতীয় দলের সবাই টি-টোয়েন্টিতে অভিজ্ঞ। (এশিয়ান কন্ডিশনে) ভারত ভয়ঙ্কর দল। অস্ট্রেলিয়াকে তারা সহজেই হারিয়েছে। মাঠে নামতে হয়নি কোহলিকেও।’
ভারত-পাকিস্তান ম্যাচে কাউকে এগিয়ে রাখছেন না ইনজামাম। তবে এই ম্যাচে জিতলে বিশ্বকাপে এগিয়ে যাওয়া সহজ হবে বলে মত তার। ইনজামাম বলেন, ‘এই ম্যাচটি ফাইনালের আগে আরেক ফাইনাল। অন্য যেকোনো ম্যাচের চেয়ে অনেক বেশি আলোচিত এই ম্যাচ। এই লড়াইয়ে যে জিতবে মানসিকভাবে তারা অনেকটাই এগিয়ে যাবে। আসরে ৫০ শতংশ চাপ কমে যাবে।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status