× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বিদেশীদের জন্য ২৫ অক্টোবর থেকে ভারতে চালু নতুন করোনা বিধি

অনলাইন

মানবজমিন ডিজিটাল
(২ বছর আগে) অক্টোবর ২১, ২০২১, বৃহস্পতিবার, ৪:৪৩ অপরাহ্ন

করোনার টিকাকরণে ইতিহাস গড়ল ভারত। আজই ১০০ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল দেশ। বুধবার পর্যন্ত দেশের ৯৯ কোটি ৭০ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছিল। বৃহস্পতিবার সকালে টিকাকরণ ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই দেশের ৭৪ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকার প্রথম ডোজ পেয়েছেন। ৩১ শতাংশ নাগরিক করোনা টিকার দুটি ডোজই পেয়ে গিয়েছেন। এই আবহে ভারতে আগত বিদেশীদের জন্য নতুন করোনা বিধি কার্যকর করল মোদি সরকার। ভারতে প্রবেশে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।
আগামি ২৫ অক্টোবর মধ্যরাত থেকে এই নিয়ম কার্যকর হবে দেশের সব অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। ভারতের প্রত্যেকটি আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং করাতে হবে যাত্রীদের। সেই স্ক্রিনিংয়ে কারও উপসর্গ ধরা পড়লে, তাঁকে এবং সরাসরি সংস্পর্শে আসা সঙ্গীদের নিয়ম মেনেই আইসোলেশনে যেতে হবে। পাশাপাশি প্রত্যেকের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক। এমনটাই নতুন সফর-বিধিতে উল্লেখ করেছে কেন্দ্র। আকাশ, জল এবং সড়কপথে ভারতে প্রবেশে বিদেশী নাগরিকদের এই নিয়ম মানতেই হবে। পাশাপাশি ভারতে প্রবেশের আগে প্রত্যেককে একটা স্বঘোষিত ফর্ম পূরণ করতে হবে। আরটি-পিসিআর রিপোর্ট-সহ সেই ফর্ম http://www.newdelhiairport.in পোর্টালে জমা করতে হবে। সেই ফর্মে উল্লেখ থাকবে স্বেচ্ছায় এবং বিধি মেনেই করোনা নেগেটিভ রিপোর্ট -সহ দেশে প্রবেশ করতে চান সংশ্লিষ্ট ব্যক্তি। এই বিধিভঙ্গে ভারতীয় আইনে শাস্তি গ্রহণে প্রস্তুত থাকবেন তিনি। ভারতের বিদেশ মন্ত্রণালয় বলেছে, "বিশ্বজুড়ে ভ্যাকসিনেশন কভারেজ বৃদ্ধি এবং মহামারীর পরিবর্তিত প্রকৃতির পরিপ্রেক্ষিতে ভারতে আন্তর্জাতিক আগমনের জন্য বিদ্যমান নির্দেশিকা পর্যালোচনা করা হয়েছে।"মন্ত্রকের মতে, ভারত ১১ টি দেশ যেমন - যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেপাল, বেলারুশ, লেবানন, আর্মেনিয়া, ইউক্রেন, বেলজিয়াম, হাঙ্গেরি এবং সার্বিয়ার সাথে ডব্লিউএইচও স্বীকৃত কোভিড -১৯ ভ্যাকসিনের চুক্তি স্বাক্ষর করেছে।এই দেশগুলি থেকে আগত ভ্রমণকারীরা যারা সম্পূর্ণভাবে টিকার ডোজ নিয়েছেন তাদের টিকাকরণ সম্পূর্ণ হবার পর ১৫ দিন অতিবাহিত হয়েছে তারা বিমানবন্দর ছাড়ার অনুমতি পাবেন সেই সঙ্গে ভারতের মাটিতে পা রাখার পর ১৪ দিন তাদের স্বপর্যবেক্ষণে থাকতে বলে নির্দেশনামায় জানিয়েছে ভারত সরকার। যদি হোম কোয়ারেন্টিনে থাকা ভ্রমণকারীরা কোভিড -১৯ এর উপসর্গ বহন করেন তাহলে তৎক্ষণাৎ তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্ট করতে হবে অথবা জাতীয় হেল্পলাইন নম্বরে (১০৭৫) অথবা রাজ্য হেল্পলাইন নম্বরে কল করতে হবে। স্ক্রিনিংয়ের সময় যেসব যাত্রীর দেহে উপসর্গ ধরা পড়বে তাদের অবিলম্বে বিচ্ছিন্ন করে স্বাস্থ্য প্রোটোকল অনুযায়ী মেডিকেল ফ্যাসিলিটি প্রদান করা হবে। ভ্রমণের সময়, বিমানবন্দরে এবং ট্রানজিটের সময় ফ্লাইটগুলিতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে ঘোষণা করা হবে।

সূত্র : indiatoday.in
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর