খেলা

সবার আগে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

২০২১-১০-২২

তরুণদের নিয়ে বিশ্বকাপে এসেছে শ্রীলঙ্কা। লঙ্কানরা সবার আগে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে তরুণদের উজ্জীবিত পারফরমেন্সে। পাথুম নিশানকা, ভানিদু হাসারাঙ্গা ও মাহেশ থিকসানার নৈপুণ্যে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ২০১৪’র চ্যাম্পিয়নরা।
আবুধাবিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করে শ্রীলঙ্কা। আইরিশরা গুটিয়ে যায় ১০১ রানে। ৭০ রানে জিতে সুপার টুয়েলভের টিকিট কাটে লঙ্কানরা।
টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান দৃঢ় করেছে শ্রীলঙ্কা। তাদের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে নেদারল্যান্ডসের। একটি করে ম্যাচ জেতা আয়ারল্যান্ড ও নামিবিয়ার মধ্যে জয়ী দল সুপার টুয়েলভে সঙ্গী হবে শ্রীলঙ্কার।

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status