খেলা
দেশ বদলে নায়ক ডেভিড ভিসা
স্পোর্টস ডেস্ক
২০২১-১০-২২
প্রথমবারের মতো বিশ্বমঞ্চে এসেই জয়ের স্বাদ পেয়েছে নামিবিয়া। হারিয়ে দিয়েছে শক্তিতে এগিয়ে থাকা নেদারল্যান্ডসকে। আর নামিবিয়ার জয়ের নায়ক ডেভিড ভিসা। দক্ষিণ আফ্রিকায় জন্ম হলেও তার বাবার দেশ নামিবিয়া। প্রোটিয়াদের হয়ে ক্যারিয়ার দীর্ঘায়িত না হওয়ায় বাবার দেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। ব্যাটে-বলে দারুণ পারফরমেন্সে নামিবিয়াকে এনে দিলেন স্মরণীয় জয়। ডাচদের দেয়া ১৬৪ রানের লক্ষ্য ভিসার দারুণ ব্যাটিংয়ে ৬ বল আগেই টপকে যায় নামিবিয়া। বল হাতে ৩২ রান দিয়ে এক উইকেট নেওয়ার পর ভিসা খেলেন ৪০ বলে ৬৬ রানের ইনিংস। ৫ ছক্কার সঙ্গে মারেন ৪টি চার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার প্রথম ফিফটি। দুর্দান্ত পারফরম্যান্সের পর ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলা ভিসা। টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও প্রথমবার ম্যাচসেরা হন তিনি। লক্ষ্য তাড়ায় নামিবিয়া যখন ৫২ রানে ৩ উইকেট হারায়, ক্রিজে যান ভিসা। অধিনায়ক গেরহার্ড এরাসমাসকে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নেন ভিসা। ৫১ বলে ৯৩ রানের জুটি গড়েন দুইজন, যেখানে দ্বিগুণ রান ভিসার। ২৯ বলে ফিফটি করা এই অলরাউন্ডার দলের জয় সঙ্গে নিয়েই মাঠ ছাড়েন। ২০১৬ টি-টোয়েন্টি কাপে ভিসা খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে। পাঁচ বছর পর আরেকটি বিশ্বমঞ্চে নামলেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।