খেলা

কখনো বলিনি বিশ্বকাপ জেতার আগে বিয়ে করবো না: রশিদ খান

স্পোর্টস ডেস্ক

২০২১-১০-২২

বয়স সবে ২৩, রশিদ খান কি এখনই বিয়ে করে ফেলবেন, নাকি সময় নেবেন আরও কিছুদিন? আপাত দৃষ্টিতে আফগানিস্তান অধিনায়কের বিয়ের আগ্রহটাই প্রকাশ পাচ্ছে! গত বছর গণমাধ্যমে সংবাদ চাউর হয়, বিশ্বকাপ জেতা ছাড়া বিয়ের পিড়িতে বসবেন না রশিদ। তবে এক বছর পর সেই সংবাদটিকে গুজব বলে উড়িয়ে দিলেন এই লেগ স্পিনার। আফগানিস্তান সরাসরি খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে। শুরুতে রশিদ খানের নেতৃত্বে দল ঘোষণা করলেও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে অভিমান করে অধিনায়কত্ব ছেড়ে দেন রশিদ খান। মূলত তিন বছরে টানা তিনটি বিশ্বকাপকে সামনে রেখেই রশিদ বলেছিলেন, আপাতত বিয়ের কোনো ভাবনা নেই। তার মনোযোগ শুধুই আফগান ক্রিকেটে। তবে রশিদ খানের কথাটি বিকৃত হয়েছে গণমাধ্যমের আলোচনায়। বিষয়টি নিয়ে রশিদ খান বলেন, ‘আসলে আমি নিজেও অবাক হয়েছিলাম খবরটি দেখেক। আমি কখনও এমন কিছু বলিনি যে, বিশ্বকাপ জিতেই বিয়ে করবো।’ রশিদ খান বলেন, ‘আমি শুধু বলেছিলাম যে, সামনের কয়েক বছরে আমার সামনে অনেক ক্রিকেট রয়েছে এবং তিনটি বিশ্বকাপ (২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ) রয়েছে। তাই বিয়ে করার চেয়ে আমার মনোযোগ থাকবে ক্রিকেটে।’ আগামীকাল থেকে শুরু হবে টি- টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৫শে অক্টোবর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান। তার আগে ওয়ার্ম-আপ ম্যাচে দারুণ প্রস্তুতি সেরেছে আফগানরা। ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানে হারিয়েছে রশিদ খানরা। ম্যাচটিতে ৩ ওভার বল করে ১৪ রান দিয়ে কোনো উইকেট পাননি রশিদ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status