খেলা

‘সাকিব কিংবদন্তি এক ক্রিকেটার’

স্পোর্টস ডেস্ক

২০২১-১০-২৩

আইসিসি’র সর্বশেষ ৬ ইভেন্টে বাংলাদেশের জার্সিতে ম্যাচসেরা সাকিব আল হাসান। এমন ফলাফলই বিশ্বসেরা ক্রিকেটারের পারফরম্যান্সের জানান দেয়। পাপুয়া নিউগিনির বিপক্ষেও অলরাউন্ড পারফরম্যান্স করে দলকে এনে দিয়েছেন সুপার টুয়েলভে পৌঁছার টিকিট। নিজে হয়েছেন ম্যাচসেরা। অনুমিতভাবেই সতীর্থ এবং কোচদের মুখে শোনা গেল সাকিব বন্দনা।
বাঁচা-মরার লড়াইয়ে পিএনজিকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে পৌঁছেছে বাংলাদেশ। ব্যাট হাতে ৪৬ রানের অনবদ্য ইনিংসের পর সাকিব বোলিংয়েও ছড়িয়েছেন আলো। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। দলকে মূল পর্বে পৌঁছানো সাকিবকে কিংবদন্তি ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‘সাকিব শুধু বাংলাদেশের না, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার। সে দলে থাকা মানে দলের ভেতর স্বস্তি বিরাজ করা। বিশেষ করে তরুণদের জন্য সাকিব বড় অনুপ্রেরণা। ও মাঠে থাকলে অধিনায়কের কাজটা অনেক সহজ হয়ে যায়। ’ ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘সাকিব অনেক বড় মাপের খেলোয়াড়, বিশেষ করে সাদা বলে। সে ক্রিজে থাকলে অন্যদের জন্য ব্যাটিং সহজ হয়ে যায়। সাকিবের অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের জন্য আশীর্বাদ।’ শুধু দুই কোচই নন, সতীর্থদের মুখেও শোনা গেলো সাকিবের ভ্থয়সী প্রশংসা। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘বাংলাদেশের এক নম্বর ক্রিকেটার সাকিব। পরিসংখ্যান বলে, ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডারও সাকিব। বাংলাদেশের জন্য সে সবসময়ই পারফর্ম করে। সে খুব ভালো সতীর্থ ও বন্ধু।’
সাকিবের উপস্থিতি যেকোনো প্রতিপক্ষের জন্যই চিন্তার বিষয়। এমনটাই মন্তব্য সৌম্য সরকারের। তিনি বলেন, ‘সাকিব ভাই অনেক বড় ক্রিকেটার। তাকে নিয়ে আমরা গর্ব করি। তিনি দলে থাকলে যেকোনো প্রতিপক্ষই চাপে থাকে।’ সাকিব যে অনন্য সেটি তিনি বারবারই প্রমাণ করে আসছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে লাসিথ মালিঙ্গাকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। পাপুয়া নিউগিনির বিপক্ষেও গড়েছেন নয়া রেকর্ড। প্রথম পর্বের তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি শহীদ আফ্রিদিকে স্পর্শ করেন সাকিব। এককভাবে সর্বোচ্চ উইকেটের মালিক হতে সাকিবের প্রয়োজন মাত্র ১ উইকেট। সাকিব-আফ্রিদির দুজনের উইকেট সংখ্যাই এখন ৩৯। যদিও এই সংগ্রহ জুলিতে ভরতে আফ্রিদিরর চেয়ে সাত ম্যাচ কম খেলেছে ন সাকিব।  
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status