× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

একসঙ্গে বাবা-মা ও ভাইকে হারালো শিশু আবদুল্লাহ

অনলাইন

অনলাইন ডেস্ক
(২ বছর আগে) অক্টোবর ২৩, ২০২১, শনিবার, ১:৪০ অপরাহ্ন
ফাইল ফটো

একসঙ্গে বাবা-মা ও ভাইকে হারালো শিশু আবদুল্লাহ। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের কাটায় পরিবারের তিন সদস্য নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে যায় সে। এই শিশুটির আপনজন আর কেউ বেঁচে নেই। শুক্রবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা এলাকায়। নিহতরা হলেন- আজগর আলী, স্ত্রী সারামণি (২৫) ও ছোট ছেলে আব্দুর রহমান আইয়ান।
জানা গেছে, আজগর আলী একজন প্রবাসী। তিনি বাড়িতে আসার পর পরিবার নিয়ে মোটরসাইকেলযোগে নানার বাড়িতে তারা দুই শিশুসহ স্ত্রীকে নিয়ে বেড়াতে যান। সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে ঢাকা-উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চল রেললাইনের টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা অরক্ষিত লেভেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেল হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে আজগর আলীর স্ত্রী সারামণি ও ছোট ছেলে আব্দুর রহমান আইয়ান নিহত হয়।
এতে গুরুতর আহত হয় আজগর ও বড় ছেলে আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এতে শিশু আব্দুল্লাহকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও আজগর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরে ঢাকায় যাওয়ার পথে তারও মৃত্যু হয়। শনিবার সকালে তিনজনের মরদেহ তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এখন শিশু আব্দুল্লাহ তার দাদা-দাদির কাছে রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর