বাংলারজমিন
সড়কের ওপর পড়ে ছিল নবজাতকের লাশ
বাগেরহাট প্রতিনিধি
২০২১-১০-২৪
বাগেরহাটে গতকাল সকালে সদর উপজলার কাড়াপাড়া আশ্রমের মাঠ সংলগ্ন সড়ক থেকে নবজাতকের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ নিয়ে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কাড়াপাড়া হাইস্কুল মসজিদের ইমাম মোশাররফ হাওলাদার জানান, গতকাল ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কাড়াপাড়া অশ্রমের সামনে পৌঁছালে দেখি সড়কে একটি বাচ্চার মরদেহ পড়ে রয়েছে। পরে আমি পার্শ্ববর্তী বাড়ির লোকদের ডেকে একটি পলিথিনে মুড়িয়ে রাখি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দিই। বাচ্চাটিকে দেখে মনে হয়েছে সদ্য ভূমিষ্ঠ। বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি কেউ হয়তো অবৈধ গর্ভপাত করে, নবজাতকটিকে সড়কে ফেলে দিয়েছে। নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।