× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দর্শক ফিরছে নারী দলের জিম্বাবুয়ে সফরে

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, রবিবার

নভেম্বরে শুরু হচ্ছে নারী বিশ্বকাপের বাছাইপর্ব। বাছাইপর্বে পরীক্ষা দেয়ার আগে জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন জাতীয় দলের নারী ক্রিকেটাররা। নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে সফরে যাবেন রুমানা-সালমারা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। আর এই সিরিজের মধ্য দিয়ে মাঠে দর্শক ফেরাতে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ২০২০ সালের জানুয়ারিতে করোনাভাইরাসের কারণে মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে জিম্বাবুয়ে সরকার। তাদের দেয়া তথ্য মতে এক হাজার দর্শক মাঠে বসে  খেলা দেখার সুযোগ পাবেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
বিবৃতিতে বলা হয়, ‘এক হাজার দর্শক, যারা কিনা করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন তারাই কেবল মাঠে বসা খেলা দেখার সুযোগ পাবেন। তবে তাদের প্রমাণস্বরূপ মাঠে প্রবেশের সময় ভ্যাকসিন সনদ দেখাতে হবে।’ বিশ্বকাপের বাছাইপর্বের আগে প্রস্তুতি হিসেবে খেলা হবে সিরিজটি। জিম্বাবুয়ের হারারেতে নভেম্বরের ২১ তারিখ থেকে শুরু হবে বাছাইপর্বের ম্যাচগুলো। বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা, পাপুয়া নিউ গিনি, থাইল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আমেরিকা। ২১শে নভেম্বর শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। ৫ই ডিসেম্বরে হবে এই পর্বের শেষ খেলা। আর নিউজিল্যান্ডে ২০২২ সালের ৪ঠা মার্চ শুরু হবে বিশ্বকাপ। চলবে ৩রা এপ্রিল পর্যন্ত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর