× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সাকিব-মোস্তাফিজকে ভয় শানাকার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, রবিবার

টি-টোয়েন্টিতে দীর্ঘ সাড়ে তিন বছর পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কলম্বোয় নিদাহাস ট্রফির পর টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়নি আর। এর মধ্যে বেশ পরিবর্তন এসেছে দুই দলে। তবে বাংলাদেশের মূল শক্তি প্রায় একই। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও জানেন তা। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট- বিপিএলেও খেলার অভিজ্ঞতা আছে শানাকার। প্রতিপক্ষ সম্পর্কে তাই স্পষ্ট ধারণাই আছে দাসুন শানাকার। শ্রীলঙ্কা অধিনায়ককে ভাবাচ্ছে বাংলাদেশের বোলিং।
বিশেষ করে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
গতকাল সংবাদ সম্মেলনে শানাকা বলেন, ‘আমরা কাল (আজ) খুব ভালো ম্যাচ আশা করছি। কোয়ালিফায়ার থেকে তারা ভালোভাবেই উঠেছে। টি-টোয়েন্টিতে নিজেদের দিনে আমরা কী করতে পারি, সবাই জানে। আমার মনে হয়, জমজমাট লড়াই হতে যাচ্ছে।’
বিশ্বকাপের আগেই অবশ্য এক দফায় দেখা হয়ে গেছে দুই দলের। সেই ম্যাচও উত্তেজনা ছড়ায় দারুণ। শেষ পর্যন্ত সেখানে আভিশকা ফার্নান্দো ও চামিকা করুনারত্নের ব্যাটে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জিতে যায় শ্রীলঙ্কা। তবে সেই ম্যাচে বাংলাদেশ দলে ছিলেন না সাকিব, মোস্তাফিজ ও মাহমুদুল্লাহ। লঙ্কান অধিনায়ক বলেন, ‘পিচ নিয়ে বেশি ভাবছি না। আইপিএলে এই উইকেট ব্যবহার হওয়ায় একটু মন্থর। আমরা আমাদের শক্তির জায়গা দিয়ে খেলবো। তারা ভালো দল। সাকিব, ফিজ  (মোস্তাফিজ), মাহমুদুল্লাহরা আছে। বাংলাদেশের ভালো ক’জন বোলার আছে। বিশেষ করে সাকিব ও ফিজ আছে। তাদের অনেক ভালো স্পিনার আছে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর