× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /রীতিমতো গ্রুমিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে -মৌটুসী বিশ্বাস

বিনোদন

মাজহারুল তামিম
২৪ অক্টোবর ২০২১, রবিবার

দীর্ঘদিন পর আবারও টেলিভিশন উপস্থাপনার জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। দুরন্ত টেলিভিশনের ‘বানান মানে স্পেলিং’ শিরোনামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে বাছাই করা ৬৪ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছে অনুষ্ঠানটি। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা আয়োজনে অংশ নিয়েছে।উপস্থাপনায় ফিরলেন। কেমন অভিজ্ঞতা হলো? মৌটুসী বিশ্বাস বলেন, শিশুদের জন্য এভাবে আগে কাজ করা হয়নি। শিশুদের সাথে রিয়েলিটি শো সঞ্চালনা করা এবারই প্রথম। তারপর আবার বিষয়টা শিক্ষামূলক। আমাকে রীতিমতো গ্রুমিং সেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে।
ওয়ার্কশপ, সেশন, মগ শুট, ড্রাই শুট, প্রি-প্রোডাকশনে আমাকে যেভাবে তৈরি করেছে দুরন্ত টেলিভিশন, সেটা নতুন এক অভিজ্ঞতা ছিল। শিক্ষামূলক ছিল। অনেক পরিশ্রমে কাজটি শেষ করতে পেরেছি। ভালো একটা রিয়েলিটি শো হয়েছে বলে মনে হয়েছে। এখন বাকিটা দর্শক বলবেন কেমন হলো। এই অনুষ্ঠান দর্শক কবে থেকে দেখতে পাবেন? এ অভিনেত্রী বলেন, মাত্র প্রোমোটা বের হলো। সম্ভবত নভেম্বর থেকে দর্শক দেখতে পাবেন। মূলত আপনি তো অভিনেত্রী। অভিনয়ের কী অবস্থা? মৌটুসী বিশ্বাস বলেন, এখন অভিনয়ে অনিয়মিত হয়ে গেছি। অভিনয়ে মনে হয় আমি অনিয়মিতই থাকবো। কারণ কী? মৌটুসী বিশ্বাসের উত্তর- যখন নিয়মিত কাজ করতাম, তখন নতুন কিছু করতে পারছিলাম না। মন বসছিল না। অর্থের জন্য কাজ করেছি প্রচুর! মনে হলো আর না। ইচ্ছে হচ্ছিল না। গত দেড় বছরে মাত্র দুটি ফিকশন করেছি। একটি 'আড়াই মন স্বপ্ন' আর অন্যটি 'স্পটলাইট'। এই দুটি কাজই দর্শক খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। এরপর কি হবে আমি জানি না। আমার হাতে এখন অবধি কোনো কাজ নেই। রিয়েলিটি শোটা যখন আসলো খুব মন দিয়ে কাজ করলাম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর