অনলাইন
ফরিদপুরে মৎস্যজীবী লীগের সম্প্রীতি সমাবেশ
অনলাইন ডেস্ক
২০২১-১০-২৪
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুরে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ফরিদপুর প্রেস ক্লাব চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার আহবায়ক কাজী আবদুস সোবহান, সদস্য সচিব ফরিদ মিয়া, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান পরশ, বোরহান, সুলতান, নাদিম ও প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তৃতায় কাজী আবদুস সোবহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে হিন্দু-মুসলিমদের মধ্যে বিবাদ লাগিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদেরকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।