× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ধোনি ফেরায় ফিরেছেন পাকিস্তানের বশির চাচা

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, রবিবার

অর্ধেক পাকিস্তান, অর্ধেক ভারত- সম্মিলিত জার্সি গায়ে দাড়িয়ে ছিলেন, হাতে পাকিস্তানের পতাকা, জার্সিতে আবার ধোনির ছবি। ভারতের টিম বাসের পাশে দাঁড়িয়ে ‘ধোনি, ধোনি, ধোনি’ বলে চিৎকার করতে লাগলেন। তিনি আর কেউ নন, ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির একনিষ্ঠ ভক্ত পাকিস্তানের ‘শিকাগো চাচা’। ক্রিকেট প্রেমীদের নিকট নামটি অপরিচিত না হলেও অনেক দিন ধরেই ক্যামেরার আড়ালে বশির চাচা। কারণ ধোনির অবসর। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ফিরেছেন ধোনি, খেলোয়াড় নয়; বরং পরামর্শক হিসেবে। আর ধোনি ফেরাতে নতুন উদ্যমে ফিরেছেন শিকাগো চাচাও।
নাম মোহাম্মদ বশির বোজাই। বেশি পরিচিত চাচা শিকাগো কিংবা বশির চাচা নামে।
করাচির আদি বাসিন্দা বশির ক্যাপ্টেন কুলের অন্ধভক্ত।
পাকিস্তানে জন্ম হলেও বর্তমানে কানাডায় থাকেন বশির চাচা। ধোনি যেদিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, মোহাম্মদ বশির বোজাইও ক্রিকেট দেখাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন। এবার ধোনি ভারতের মেন্টর হিসেবে দলে যোগ দেয়ায় কানাডা থেকে দুবাইয়ে ছুটে আসেন তিনি।
২০১১ সালে বশির চাচাকে ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচের টিকিট সংগ্রহ করে দিয়েছিলেন ধোনি। সেবারই শেষ নয়, ২০১৪ সালে ঢাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও শিকাগো চাচার জন্য বরাদ্দ রেখেছিলেন ধোনি। বশির চাচার প্রত্যাশা এবারও তার ব্যতিক্রম হবে না। ৬৫ বছর বয়সী এই ধোনিভক্ত বলেন, ‘আমি নিশ্চিত ধোনি আমার জন্য টিকিট রেখেছেন। দুবাইয়ে নেমেই ধোনিকে বার্তা পাঠিয়েছিলাম।’
করোনাভাইরাসের কারণে খেলোয়াড়দের বিভিন্ন সীমাবদ্ধতা মানতে হয়। আর সেকারণে ধোনির সঙ্গে বশির চাচার সরাসরি সাক্ষাৎ হবে কি না নিশ্চিত নয়। বশির চাচা বলেন, ‘হয়তো করোনার কারণে ধোনির সঙ্গে দেখা করতে পারবো না।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর