× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৫ অক্টোবর ২০২১, সোমবার

অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের জরুরি সেবা দিতে গতকাল দুপুরে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়। মৌলভীবাজার-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন। পরে হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কে এম হুমায়ুন কবির, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন খান, সাধারণ সম্পাদক শাহাজান কবির চৌধুরী, ডা. বিনেন্দু ভৌমিকসহ অন্যরা। বিশ্বব্যাংকের অর্থায়নে এটি বাস্তবায়ন করছে ইউনিসেফ। চালু হওয়া লিক্যুইড অক্সিজেন ট্যাংকের ধারণক্ষমতা ১১ হাজার লিটার।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর