বিশ্বজমিন
পিকাসোর ১১ চিত্রকর্ম বিক্রি হলো ১১০ মিলিয়ন ডলারে
মানবজমিন ডেস্ক
২০২১-১০-২৪
পাবলো পিকাসোর ১১টি চিত্রকর্ম প্রায় ১১০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। এই চিত্রকর্মগুলো গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলে ছিল। শনিবার এগুলো বিক্রিতে নিলাম আয়োজন করে এমজিএম রিসোর্ট। এই অর্থ দিয়ে কোম্পানিটি তাদের চিত্রকর্মের সংগ্রহ আরও বৃদ্ধি করতে চায়। এ খবর দিয়েছে বিবিসি।
নিলামে পাবলো পিকাসোর ৯টি ছবি এবং ২টি সিরামিক পিস তোলা হয়েছিল। স্প্যানিশ এই শিল্পী ১৯৭৩ সালে মারা যান। শনিবার নিলামে যেসব চিত্রকর্ম তোলা হয় তারমধ্যে রয়েছে, ১৯৩৮ সালের কমলা রঙের টুপি পরা নারীর ছবি। এই একটি ছবিই বিক্রি হয়েছে ৪০.৫ মিলিয়ন ডলারে। প্রাথমিকভাবে এর দাম ধারণা করা হয়েছিল ২০ থেকে ৩০ মিলিয়ন ডলারের মধ্যে। পিকাসোর আরেক মাস্টারপিস ম্যান এন্ড চাইল্ড বিক্রি হয়েছে ২৪.৪ মিলিয়ন ডলারে।
নিলামে পাবলো পিকাসোর ৯টি ছবি এবং ২টি সিরামিক পিস তোলা হয়েছিল। স্প্যানিশ এই শিল্পী ১৯৭৩ সালে মারা যান। শনিবার নিলামে যেসব চিত্রকর্ম তোলা হয় তারমধ্যে রয়েছে, ১৯৩৮ সালের কমলা রঙের টুপি পরা নারীর ছবি। এই একটি ছবিই বিক্রি হয়েছে ৪০.৫ মিলিয়ন ডলারে। প্রাথমিকভাবে এর দাম ধারণা করা হয়েছিল ২০ থেকে ৩০ মিলিয়ন ডলারের মধ্যে। পিকাসোর আরেক মাস্টারপিস ম্যান এন্ড চাইল্ড বিক্রি হয়েছে ২৪.৪ মিলিয়ন ডলারে।