× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সীতাকুণ্ডে রাতের আঁধারে ঘরে পাথর নিক্ষেপ, আহত ৫

বাংলারজমিন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, সোমবার

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ড মহাদেবপুর (সোবাহানভাগ) এলাকায় শামীমা আক্তারের ঘরে রাতের আঁধারে ঘরে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটায় একই বাড়ির প্রতিপক্ষের লোকজন। আহত শামীমা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় শনিবার একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত আসামিরা হলেন- মোস্তফা, নুর ছাবা, রিফাত, কাউছার, জামাল উল্ল্যা।

থানার অভিযোগ ও আহত পরিবার সূত্রে জানা যায়, বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে দীর্ঘদিন ধরে হামলাকারীদের সাথে। এরই ধারাবাহিকতায় তারা শুক্রবার রাতের আঁধারে তাদের বসতঘরের টিনের উপরে পাথর নিক্ষেপ করে। এসময় ঘুম থেকে উঠে কে বা কারা পাথর নিক্ষেপ করছে দেখার জন্য ঘর থেকে বের হলে প্রতিপক্ষগণ তাদের উপর হামলা করে। ঘর-ভাঙচুর করে ঘরের দরজা জানালা কুপিয়ে দখলের চেষ্টা করে।
এসময় তাদের ৫ জনকে পিটিয়ে আহত করে। আহতরা হলেন- শামীমা আক্তার,সাহাব উদ্দিন, জাকির হোসেন,শাহিন সুলতানা সহ ৫ জন। পরে শামীমা আক্তার ৯৯৯ ফোন করলে সীতাকুণ্ড থানার এসআই হাবিব পৌরসভার ৩ ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদকে সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত শামীমা আক্তার জানান, একই বাড়ির নুরুল হুদার নেতৃত্বে মোস্তফা, নুর ছাবা, রিফাত ইল্ল্যা, কাউছারসহ ৬/৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ শামিমা আক্তারের ঘরে পাথর নিক্ষেপ করতে থাকে। বাধা দিলে তারা শামীমা আক্তার, শাহিন সুলতানা, সালাউদ্দিনকে সহ মোট ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অপরদিকে নূর ছাবা বলেন, শামীমা আক্তারের পরিবারের লোকজন গত এক সপ্তাহ আগে তার ভাই নুরুল হুদাকে সমঝোতার কথা বলে, বাড়িতে নিয়ে তার উপর হামলা করে তাদের ২ জনকে পিটিয়ে গুরুতর আহত করে । নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদেরকে ফাঁসানোর জন্য এটি একটি ষড়যন্ত্র ।
এঘটনায় তারা ও সীতাকুণ্ড থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান। এবিষয়ে সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার টিবলু কুমার মজুমদার বলেন, উভয় পক্ষ থানার অভিযোগ করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর